হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি :চারিদিকে গুলি-বোমা ৷ মৃত্যু, হাহাকার ৷ রাশিয়ার সামরিক অভিযানে ধ্বস্ত ইউক্রেন (Haryana doctor staying back in Ukraine to serve people) ৷ যুদ্ধদীর্ণ দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে তৎপর দূতাবাস ৷ প্রাণ হাতে করে দেশে ফেরার জন্য মরিয়া ভারতীয়রাও (Evacuation of Indians from Ukraine) ৷ এই অবস্থায় বিরল মানবিকতার পরিচয় দিলেন হরিয়ানার মেডিক্যালের এক ছাত্রী ৷ তিনি সাফ জানিয়ে দিলেন, নিজের প্রাণ নয়, এই মুহূর্তে তিনি সে দেশের মানুষের দুর্দশা নিয়ে চিন্তিত ৷ তাই তাঁদের পাশে থাকবেন ৷ সেবা করবেন ৷ প্রাণের ঝুঁকি নিয়েই ৷ তবে ফিরে আসবেন না (Haryana Medico Stays Back in Ukraine) ৷
দ্য ট্রিবিউনের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, হরিয়ানার (Haryana MBBS student stays back in Ukraine) নেহা ইউক্রেনের একটি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পড়ছেন ৷ বর্তমানে ইউক্রেনের রাজধানী কিভে একটি বাংকারে রয়েছেন তিনি ৷ এক মহিলার পেইয়ং গেস্ট হিসেবে ৷ সেই মহিলার ছোট্ট তিন সন্তান ৷ বৃহস্পতিবার তাঁর স্বামী দেশকে বাঁচাতে পরিবার ও অতিথিকে ফেলে স্বেচ্ছায় ইউক্রেনের সেনায় যোগ দিয়েছেন ৷
আরও পড়ুন:দেশ ছাড়ার মার্কিন প্রস্তাব খারিজ জেলেনস্কির, বদলে স্বাধীনতা রক্ষার লড়াইয়ের ভিডিয়ো বার্তা