পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নোবেল মঞ্চে ধুতি আর শাড়িতে অভিজিৎ-এস্থার - Esther Duflo

অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল প্রাইজ় নিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে এস্থার ডুফলো এবং মাইকেল ক্রেমারও অর্থনীতিতে নোবেল পুরস্কার গ্রহণ করেন ৷

nobelprize
ছবি সৌজন্য : nobelprize.org

By

Published : Dec 10, 2019, 9:46 PM IST

Updated : Dec 10, 2019, 11:57 PM IST


স্টকহোম, 10 ডিসেম্বর : 14 অক্টোবর হয়েছিল ঘোষণা । সেদিন জানা গেছিল, অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসেবে নোবেল পাচ্ছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । আর আজ স্টকহোমে তাঁর হাতে তুলে দেওয়া হল পুরস্কার । অর্থনীতিতে আজ পুরস্কার গ্রহণ করেন এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারও ।

পুরস্কার গ্রহণের আগে দুই নোবেলজয়ী

নোবেল পুরস্কারে ভূষিত দম্পতি অভিজিৎ-এস্থার । একেবারে সাবেকি বাঙালি পোশাকে স্টকহোমের কনসার্ট হলে পুরস্কার নিতে উপস্থিত হন দু'জন । এস্থারের পরনে নীলচে সবুজ শাড়ি ও অভিজিতের পরনে ধুতি-পাঞ্জাবি । শুধু পরনে শাড়ি নয়, কপালে টিপ এবং হাবেভাবে খাঁটি বাঙালির দেখা মিলল সুদূর ইউরোপের দেশে ।

পুরস্কার নিচ্ছেন এস্থার ডুফলো

আলফ্রেড নোবেলের মৃত্যুদিনে নোবেল প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন সুইডেনের রাজা । 1901 সাল থেকে চলে আসছে এই প্রথা । র‌্যান্ডমাইজ়ড কন্ট্রোল ট্রায়াল (RCT) নিয়েই মূলত গবেষণা চালিয়ে যাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায় এবং এস্থার ডুফলো । রয়েছেন ক্রেমারও । সেই গবেষণাতেই মিলেছে সাফল্য ।

পুরস্কার নিচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
Last Updated : Dec 10, 2019, 11:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details