পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনায় বন্ধ কাজ, অগ্নিকাণ্ডের 1 বছরেও খুলল না নোত্র দাম

2019 -এর 15 এপ্রিল আগুন লেগেছিল প্যারিসের নোত্র দাম গির্জায় । নষ্ট হয়েছিল অনেক স্থাপত্যকীর্তি । গির্জা সংস্কার শুরু হলেও কোরোনার জেরে ফের বন্ধ হয়ে যায় কাজ । ফলে আগুন লাগার এক বছর পেরিয়ে গেলেও খুলল না নোত্র দাম ।

Notre Dame
নতর দাম

By

Published : Apr 17, 2020, 9:43 AM IST

প্যারিস, 17 এপ্রিল : এলাকায় ঢুকলেই হাতুড়ি মারার আওয়াজ । সারাদিন ঠুকঠাক করে চলছে কাজ । ঝরে পড়া বালি, চুন- সুরকির আর মেরামতের কাজের মাঝে কোথাও যেন হারিয়ে গেছে ইস্টার উদযাপন বা প্রতিদিনের প্রার্থনার চেহারা । আগুন লাগার এক বছর পেরিয়ে গেলেও স্বাভাবিক ছন্দে ফিরল না নোত্র দাম । কোরোনার থাবায় বন্ধ গির্জা সংস্কারের কাজ । এখন যেন শুধুই একা দাঁড়িয়ে লাশের হিসেব গুনছে 850 বছর বয়সি নোত্র দাম ।

15 এপ্রিলের বিকেল । গির্জা থেকে ধোঁয়া বেরোতে দেখে এলাকাবাসী । ততক্ষণে নোত্র দামের ভিতরে ভয়াবহ আগুন লেগে গেছে । রাতের দিকে আগুনের ফুলকি গির্জার বাইরে আসতে থাকে । একঝলকে দেখে মনে হয়, আগুন গ্রাস করেছে গির্জাকে । আগুন নিভতে সময় লেগে যায় 24 ঘণ্টারও বেশি । পরের দিন অর্থাৎ 16 এপ্রিল আগুন নেভে । একদিকে বয়সের ভার, তার উপর আগুন, নষ্ট হয়ে যায় ঐতিহ্যশালী এই গির্জার বেশ কিছু ভাস্কর্য । পরে জানা যায়, গির্জায় সংস্কারের কাজ চলছিল । আর সেখান থেকেই আগুন লাগে ।

এই সংক্রান্ত আরও খবর : প্যারিসের নতর দাম গির্জায় আগুন

আগুন লাগার কিছুদিন পর থেকে ফের শুরু হয় সংস্কারের কাজ । এবার কাজের দায়িত্ব অনেকটা বেশি । আতঙ্কও রয়েছে কারণ আগুনে নষ্ট হয়ে যাওয়া দেওয়ালগুলোর যেকোনও অংশ ভেঙে পড়তে পারে । সেসব সঙ্গে নিয়েই চলছিল কাজ । যার জন্যই বন্ধ থাকে 2019 -এর ক্রিসমাস । অনেকেই ভেবেছিল ক্রিসমাস চলে গেলেও ইস্টারে হয়তো খুলে যাবে গির্জা । কিন্তু কোরোনার থাবায় ফের জানুয়ারি মাস বন্ধ হয়ে কাজ । আজ আগুন লাগার এক বছর পরও তাই খুলল না নোত্র দাম । কোরোনার প্রকোপ কমে না যাওয়া পর্যন্ত পুনরায় কাজ শুরু করা সম্ভব নয় । ফলে ফের কবে কাজ শুরু হবে তা এখনও স্পষ্ট নয় ।

ABOUT THE AUTHOR

...view details