প্যারিস, 17 এপ্রিল : এলাকায় ঢুকলেই হাতুড়ি মারার আওয়াজ । সারাদিন ঠুকঠাক করে চলছে কাজ । ঝরে পড়া বালি, চুন- সুরকির আর মেরামতের কাজের মাঝে কোথাও যেন হারিয়ে গেছে ইস্টার উদযাপন বা প্রতিদিনের প্রার্থনার চেহারা । আগুন লাগার এক বছর পেরিয়ে গেলেও স্বাভাবিক ছন্দে ফিরল না নোত্র দাম । কোরোনার থাবায় বন্ধ গির্জা সংস্কারের কাজ । এখন যেন শুধুই একা দাঁড়িয়ে লাশের হিসেব গুনছে 850 বছর বয়সি নোত্র দাম ।
15 এপ্রিলের বিকেল । গির্জা থেকে ধোঁয়া বেরোতে দেখে এলাকাবাসী । ততক্ষণে নোত্র দামের ভিতরে ভয়াবহ আগুন লেগে গেছে । রাতের দিকে আগুনের ফুলকি গির্জার বাইরে আসতে থাকে । একঝলকে দেখে মনে হয়, আগুন গ্রাস করেছে গির্জাকে । আগুন নিভতে সময় লেগে যায় 24 ঘণ্টারও বেশি । পরের দিন অর্থাৎ 16 এপ্রিল আগুন নেভে । একদিকে বয়সের ভার, তার উপর আগুন, নষ্ট হয়ে যায় ঐতিহ্যশালী এই গির্জার বেশ কিছু ভাস্কর্য । পরে জানা যায়, গির্জায় সংস্কারের কাজ চলছিল । আর সেখান থেকেই আগুন লাগে ।