পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

জার্মানিতে এলোপাথাড়ি গুলি, মৃত 6 - জার্মানিতে গুলি

আততায়ী কেন হামলা চালিয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ তার সঙ্গে আর কেউ ছিল না বলে মনে করছে পুলিশ ৷

Germany Shooting
জার্মানিতে গুলি

By

Published : Jan 24, 2020, 7:56 PM IST

Updated : Jan 24, 2020, 8:10 PM IST

বার্লিন, 24 জানুয়ারি : দক্ষিণ-পশ্চিম জার্মানিতে দুষ্কৃতীর হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল 6 জনের ৷ জখম হয়েছেন আরও কয়েকজন ৷ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

মিউনিখ থেকে 170 কিমি দূরে রট আম সি শহরে ঘটনাটি ঘটেছে ৷ জার্মানের সংবাদসংস্থা DPA জানিয়েছে, মৃতদের মধ্যে একই পরিবারের একাধিক জন রয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, হামলাকারী মৃতদেহর দু-একজনকে চিনত ৷ সম্ভবত তাদের মধ্যে কোনও সম্পর্ক ছিল ৷ হামলা একজনই চালিয়েছে বলে পুলিশের অনুমান ৷ স্থানীয় সময় দুপুর 12টা 45 মিনিট নাগাদ রেলস্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷

Last Updated : Jan 24, 2020, 8:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details