পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indian sailors stuck at Mykolaiv port : ইউক্রেনের মাইকোলেভ বন্দরে আটকে 21 ভারতীয় নাবিক - ইউক্রেনের বন্দরে আটকে ভারতীয় নাবিক

ইউক্রেনের (Ukraine crisis) মাইকোলেভ বন্দরে আটকে রয়েছেন 21 জন ভারতীয় নাবিক ৷ তবে তাঁরা সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে (Indian sailors stuck at Mykolaiv port)৷

21-indian-sailors-stuck-at-mykolaiv-port-in-ukraine
ইউক্রেনের মাইকোলেভ বন্দরে আটকে 21 ভারতীয় নাবিক

By

Published : Mar 6, 2022, 11:41 AM IST

মুম্বই, 6 মার্চ:যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের (Ukraine crisis) মাইকোলেভ বন্দরে আটকে রয়েছে একটি বাণিজ্যিক জাহাজ ৷ সেখানে রয়েছেন 21 জন ভারতীয় নাবিক (Indian sailors stuck at Mykolaiv port)৷ তবে তাঁরা সবাই সুরক্ষিত আছেন বলে খবর মিলেছে ৷ জাহাজের অবস্থান নির্দেশক সংস্থার তরফে জানানো হয়েছে যে, তারা আটকে থাকা জাহাজের ভারতীয় নাবিকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে ৷ নাবিকরা পরিবারেরও নিয়মিত সংযোগে রয়েছেন বলে জানানো হয়েছে ৷

এমভি মেরিটাইমের সিইও সঞ্জয় পরাশর জানিয়েছেন, সেই বন্দরে আরও 24টি জাহাজ আটকে রয়েছে ৷ আর সেখানে রয়েছেন ভারতীয় নাবিকরাও (Mykolaiv port in war hit Ukraine)৷ গোটা পরিস্থিতির উপর সংস্থা কড়া নজর রেখেছে এবং তারা বিদেশমন্ত্রক, ভারতীয় দূতাবাস ও সেক্টর নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ শিপিং-সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানিয়েছে ৷ তবে এ বিষয়ে জাহাজ বিষয়ক ক্ষেত্রের ডিজি অমিতাভ কুমারের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি ৷

সঞ্জয় পরাশর (Mykolaiv port in Ukraine) জানিয়েছেন, গত মাসের শেষে রাশিয়া ইউক্রেনে (Russia Ukraine war) সামরিক অভিযান শুরু করার পর থেকে এখনও পর্যন্ত জাহাজের বাইরে আসেননি ক্রুরা ৷ জাহাজগুলিকে কড়া নজরদারিতে রাখা হয়েছে ৷ তিনি আরও জানান, "জাহাজগুলিতে ইন্টারনেট ও স্যাটেলাইট যোগাযোগ সক্রিয় রয়েছে ৷ বর্তমানে আমরা সব ক্রু ও তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলছি ৷ ক্রুরা নিজেরাও তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ৷"

আরও পড়ুন:Russia-Ukraine Conflict : ইউক্রেনের আকাশে বিমান নিষিদ্ধ করা নিয়ে তৃতীয় পক্ষকে হুঁশিয়ারি পুতিনের

তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে তিনি জানিয়েছেন, বন্দরটি বর্তমানে সক্রিয় নয় এবং বন্দরটির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে রাশিয়ার বাহিনী ৷ পরাশরের কথায়, "যদি রাশিয়ার বাহিনী বন্দরে পৌঁছে কয়েকটি জাহাজকে বন্দর ছেড়ে যেতে দেয়, তাহলে খুব ভাল হয় ৷ নইলে বন্দর কর্তৃপক্ষের থেকে আমাদের সাহায্য চাইতে হবে ৷"

সংস্থাকে যদি নিতান্তই জাহাজের ক্রুদের উদ্ধারের ব্যবস্থা করতে হয়, তবে 900 কিলোমিটার পেরিয়ে সবচেয়ে কাছের পোল্যান্ড সীমান্তে অথবা 500 কিলোমিটার দূরে কিভের কোনও নিরাপদ আশ্রয়ে তাঁদের সরাতে হবে ৷ তবে এই মুহূর্তে তাঁদের এই দুটো অবস্থানের কোথাও পাঠানো সম্ভব নয় বলে জানান পরাশর ৷

আরও পড়ুন :যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের

ABOUT THE AUTHOR

...view details