পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

2021 সাল শিশু শ্রম নির্মূলের আন্তর্জাতিক বছর, প্রস্তাবনা পাশ রাষ্ট্র সংঘে - চাইল লেবার

2021 সালকে শিশু শ্রম নির্মূলের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণার প্রস্তাবনা গ্রহণ করল রাষ্ট্র সংঘ । রাষ্ট্র সংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতভাবে এই প্রস্তাবনা পাশ হয় ।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 27, 2019, 9:29 PM IST

জেনেভা, 27 জুলাই : 2021 সালকে শিশু শ্রম নির্মূলের আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণার প্রস্তাবনা গ্রহণ করল রাষ্ট্র সংঘ । রাষ্ট্র সংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতভাবে এই প্রস্তাবনা পাশ হয় । তাছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (International Labour Organisation)-কে এই প্রস্তাবের বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ার জন্যও বলা হয়েছে ।

এই প্রস্তাবনায় বলা হয়েছে রাষ্ট্র সংঘের সদস্য দেশগুলি শিশু শ্রম, আধুনিক দাসত্ব ও মানব পাচারের নির্মূলকরণের জন্য অবিলম্বে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিবদ্ধ । 2025 সালের মধ্যে সব ধরনের শিশু শ্রম নির্মূল করতে হবে ।

আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যূনতম বয়সের ধারা নিয়ে চুক্তির স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র সংঘের সাধারণ সভা । তাছাড়াও শিশু শ্রমের সবচেয়ে নেতিবাচক দিক ও শিশু অধিকার নিয়ে 187টি দেশের যে চুক্তি আছে তার গুরুত্বও স্বীকার করেছে ।

ABOUT THE AUTHOR

...view details