রোম, 24 মে : উত্তর ইতালির স্ট্রেসা শহরে কেবল কার ভেঙে পড়ে 14 জন পর্যটকের মৃত্যু হল ৷ রবিবার উত্তর ইতালিতে অবস্থিত হ্রদগুলির মনোরম দৃশ্য দেখানোর জন্য কেবল কারে করে পাহাড়ের উপরে পর্যটকদের নিয়ে যাওয়া হয়েছিল ৷ সেখানে কেবল কারের তার ছিঁড়ে, তা মাটিতে আছড়ে পড়ে ৷
এই দুর্ঘটনায় এক শিশু প্রাণে বেঁচে গিয়েছে ৷ সে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ তার শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছে ৷ জানা গিয়েছে, নিহতদের মধ্যে 6 জন ইজরায়েলের বাসিন্দা ৷ যার মধ্যে 4 জন একই পরিবারের সদস্য ছিলেন, তাঁরা ইতালিতে বসবাস করতেন ৷ ইজরায়েলের বিদেশমন্ত্রকের তরফে এমনটা জানানো হয়েছে ৷