নয়াদিল্লি, 8 এপ্রিল : করোনার সামান্য সংক্রমণ থেকে সুস্থ হওয়া 10 জনের মধ্যে প্রতি 1 জনের স্বাদ, গন্ধ ও ক্লান্তিভাব ধরা পড়ছে ৷ আর তা প্রায় 8 মাস ধরে স্থায়ী হচ্ছে ৷ এমনটাই তথ্য প্রকাশ করেছে সুইডেনের ড্যানডেরিড হাসপাতাল ও কারোলিনসকা ইনস্টিটিউট ৷ এই হাসপাতালের বিশেষজ্ঞ গবেষকরা তাঁদের গবেষণায় এই বিষয়টি আবিষ্কার করেছে ৷
শুধু তাই নয়, করোনা থেকে সুস্থ হয়ে ওঠা প্রতি 10 জনের মধ্যে 1 জনের মধ্যে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়ছে ৷ যা তাঁদের কাজের জায়গা, সামাজিক জীবন এমনকি ঘরোয়া জীবনেও খুব বাজে প্রভাব ফেলছে ৷ ড্যানডেরিড হাসপাতাল ও কারোলিনসকা ইনস্টিটিউটের গবেষক শার্লট থালিন জানিয়েছেন, যুব এবং সুস্বাস্থ্যের অধিকারী মানুষ, যাঁরা করোনা ভাইরাসে খুবই সামান্য সংক্রমিত হয়েছিলেন তাঁদের মধ্যে অনেক লম্বা সময় ধরে কিছু লক্ষণ থেকে যাচ্ছে ৷ আর এই দীর্ঘ সময়ে তাঁদের মধ্যে মুখের স্বাদ চলে যাওয়া থেকে শুরু করে গন্ধ না পাওয়ার মত সমস্যা দেখা দিচ্ছে ৷