দিল্লি, 28 জানুয়ারি : ভারতে প্রবল বিরোধিতার মুখে পড়লেও হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির হয়েই সওয়াল করলেন ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ। তাঁর দাবি, আপডেটের ফলে বন্ধু ও পরিবারের সঙ্গে কোনও ব্যবহারকারীর মেসেজের গোপনীয়তা রক্ষায় কোনও পরিবর্তন আসবে না।
15 মে পর্যন্ত হোয়াটসঅ্যাপ নীতিকে স্থগিত রাখা হয়েছে। এর লক্ষ্য হল, কমার্শিয়াল ব্যবহারকারীর ডেটা ফেসবুকের সঙ্গে শেয়ার করা । এই নীতি প্রত্যাহার করার জন্য দাবি উঠেছে ভারতে। কেন্দ্রীয় সরকারও এই দাবিতে হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাচকার্টকে চিঠি লিখেছে। চিঠিতে কড়া ভাষায় বলা হয়েছে, ''প্রাইভেসি নীতিতে প্রস্তাবিত পরিবর্তনের কী প্রভাব পড়তে পারে তা নিয়ে এবং ভারতীয় নাগরিকদের স্বশাসন ও পছন্দ কতটা রক্ষিত হবে তা নিয়ে আমরা উদ্বিগ্ন।''