পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতের বিরোধিতা সত্ত্বেও হোয়াটসঅ্যাপে প্রাইভেসি পলিসির পক্ষে সওয়াল জুকেরবার্গের - whatsapp

হোয়াটসঅ্যাপের আসন্ন প্রাইভেসি নীতি নিয়ে ভারতে বিরোধিতাকে স্ট্রেট ব্যাটে খেললেন ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ। তিনি প্রাইভেসি নীতির সপক্ষে সওয়াল করেছেন। যদিও হোয়াটসঅ্যাপের নীতি 15 মে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

Zuckerberg defends WhatsApp privacy policy amid India backlash
হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসির পক্ষে সওয়াল জুকেরবার্গের

By

Published : Jan 28, 2021, 3:32 PM IST

Updated : Jan 28, 2021, 4:57 PM IST

দিল্লি, 28 জানুয়ারি : ভারতে প্রবল বিরোধিতার মুখে পড়লেও হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির হয়েই সওয়াল করলেন ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ। তাঁর দাবি, আপডেটের ফলে বন্ধু ও পরিবারের সঙ্গে কোনও ব্যবহারকারীর মেসেজের গোপনীয়তা রক্ষায় কোনও পরিবর্তন আসবে না।

15 মে পর্যন্ত হোয়াটসঅ্যাপ নীতিকে স্থগিত রাখা হয়েছে। এর লক্ষ্য হল, কমার্শিয়াল ব্যবহারকারীর ডেটা ফেসবুকের সঙ্গে শেয়ার করা । এই নীতি প্রত্যাহার করার জন্য দাবি উঠেছে ভারতে। কেন্দ্রীয় সরকারও এই দাবিতে হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাচকার্টকে চিঠি লিখেছে। চিঠিতে কড়া ভাষায় বলা হয়েছে, ''প্রাইভেসি নীতিতে প্রস্তাবিত পরিবর্তনের কী প্রভাব পড়তে পারে তা নিয়ে এবং ভারতীয় নাগরিকদের স্বশাসন ও পছন্দ কতটা রক্ষিত হবে তা নিয়ে আমরা উদ্বিগ্ন।''

তবে জুকেরবার্গ বলছেন, ''সব মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। যার অর্থ হল আপনি কী বলছেন, তা কখনওই আমরা দেখতে বা শুনতে পারব না, যতক্ষণ না-পর্যন্ত যাঁকে সেই মেসেজ পাঠানো হয়েছে, তিনি সেটি শেয়ার করছেন। আর আমাদের পরিকাঠামোয় বিজনেস মেসেজ চাইলে তবেই আমাদের কাছে আসবে।'' অ্যাপে বিজনেসের লেনদেনকে আরও সহজ করার জন্য নয়া ফিচার আনা হবে বলেও জানিয়েছেন জুকেরবার্গ।

আরও পড়ুন: নতুন প্রাইভেসি পলিসি আনছে হোয়াটসঅ্যাপ, সিগনাল ও টেলিগ্রামে ঝুঁকছে মানুষ

প্রতিদিন হোয়াটসঅ্যাপ বিজনেসে মেসেজ করেন 175 মিলিয়নেরও বেশি মানুষ।

Last Updated : Jan 28, 2021, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details