পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনা ভ্য়াকসিন তৈরিতে ভারতকে সহযোগিতার প্রস্তাব চিনের - BRICS

দ্বাদশ ব্রিকস সম্মেলনের ভাষণে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চিনের প্রেসিডেন্ট বলেন, "আমরা যখন ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি, চিনা সংস্থাগুলি তাদের রাশিয়ান এবং ব্রাজ়িলিয়ান অংশীদারদের সঙ্গে ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে কাজ করছে । আমরা দক্ষিণ আফ্রিকা এবং ভারতের সঙ্গেও সহযোগিতা করতে প্রস্তুত ।"

Xi Jinping
Xi Jinping

By

Published : Nov 18, 2020, 3:27 PM IST

বেজিং, 18 নভেম্বর : কোরোনা ভ্যাকসিনের বিকাশে ভারত ও BRICS-এর অন্য দেশগুলিকে সহযোগিতার প্রস্তাব দিলেন চিনের প্রেসিডেন্ট শি চিনপিং । সদস্য দেশগুলির মধ্যে নিরাপত্তা সংক্রান্ত মতপার্থক্য কথাবার্তার মাধ্যমে সমাধান করা উচিত বলে ব্রিকস সামিটে গতকাল পুনরায় উল্লেখ করেন চিনপিং।

দ্বাদশ ব্রিকস সম্মেলনের ভাষণে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চিনের প্রেসিডেন্ট বলেন, "আমরা যখন ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি, চিনা সংস্থাগুলি তাদের রাশিয়ান এবং ব্রাজ়িলিয়ান অংশীদারদের সঙ্গে ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে কাজ করছে । আমরা দক্ষিণ আফ্রিকা এবং ভারতের সঙ্গেও সহযোগিতা করতে প্রস্তুত ।"

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সভাপতিত্বে এই ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজ়িলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা অংশগ্রহণ করেন।

শি বলেন, "চিন COVAX ফেসিলিটিতে যোগ দিয়েছে এবং ব্রিকসের যে দেশে প্রয়োজন সেখানে ভ্যাকসিন সরবরাহের জন্য বিবেচনা করবে ।"

ABOUT THE AUTHOR

...view details