বেজিং, 18 নভেম্বর : কোরোনা ভ্যাকসিনের বিকাশে ভারত ও BRICS-এর অন্য দেশগুলিকে সহযোগিতার প্রস্তাব দিলেন চিনের প্রেসিডেন্ট শি চিনপিং । সদস্য দেশগুলির মধ্যে নিরাপত্তা সংক্রান্ত মতপার্থক্য কথাবার্তার মাধ্যমে সমাধান করা উচিত বলে ব্রিকস সামিটে গতকাল পুনরায় উল্লেখ করেন চিনপিং।
দ্বাদশ ব্রিকস সম্মেলনের ভাষণে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চিনের প্রেসিডেন্ট বলেন, "আমরা যখন ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি, চিনা সংস্থাগুলি তাদের রাশিয়ান এবং ব্রাজ়িলিয়ান অংশীদারদের সঙ্গে ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে কাজ করছে । আমরা দক্ষিণ আফ্রিকা এবং ভারতের সঙ্গেও সহযোগিতা করতে প্রস্তুত ।"