ক্য়ানবেরা (অস্ট্রেলিয়া), 26 জানুয়ারি: ভারতের সাধারণতন্ত্র দিবস 26 জানুয়ারি। এই একই দিনে পালিত হয় অস্ট্রেলিয়া দিবস। এই ঘটনাকে আশ্চর্য সমাপতন বলে বর্ণনা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ভারতকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ভিডিয়ো মেসেজে মরিসন বলেছেন, ''আমাদের ইতিহাসের কি দারুণ সমাপতন যে, 26 জানুয়ারি অস্ট্রেলিয়া দিবসেই ভারতের সাধারণতন্ত্র দিবস! দুই বন্ধু দেশ একটি জাতীয় দিন একইসঙ্গে পালন করে।'' তবে শুধু জাতীয় দিবসই নয়, দিল্লি ও ক্যানবেরা তার থেকে অনেক বেশি কিছু একে-অপরের সঙ্গে শেয়ার করে বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, ''আমরা একই নীতিতে বিশ্বাসী - গণতন্ত্র, স্বাধীনতা, বৈচিত্র্য, এন্টারপ্রাইজ়, বিশ্বকে একই নীতিতে গড়ে তোলা। আমাদের ইতিহাস দীর্ঘ ও যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে। প্রতি বছর আমরা আরও কাছে আসছি। বিশ্বজুড়ে অতিমারী আমাদের আলাদা করতে পারেনি বরং একে-অপরের নীতিতে ভর করে আমরা আরও ঘনিষ্ঠ হয়েছি।'