বেজিং, 22 ফেব্রুয়ারি : WHO-র একটি বিশেষজ্ঞ দল আজ চিনের ইউহানে যাবে । এখনও পর্যন্ত চিনের ইউহান প্রদেশে কোরোনার আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । তাই সেখানে কীভাবে কোরোনার সংক্রমণ এত ছড়িয়ে পড়ল সেই বিষয়ে পর্যবেক্ষণ করবে এই বিশেষজ্ঞ দল ।
কোরোনার সংক্রমণ পর্যবেক্ষণে আজ ইউহানে WHO-র বিশেষজ্ঞ দল
WHO-র 12জনের একটি বিশেষজ্ঞ দল সোমবার চিনে পৌঁছায় । প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেজিং, গুয়াংডং এবং সিচুয়ান প্রদেশে এই দলটি গিয়ে পরীক্ষা করবে । কোনও কারণে তালিকাভুক্ত ছিল না ইউহান । কিন্তু অবশেষে, ইউহানে যাওয়ার অনুমতি মেলে তাদের ।
করোনা
WHO-র 12জনের একটি বিশেষজ্ঞ দল সোমবার চিনে পৌঁছায় । প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেজিং, গুয়াংডং এবং সিচুয়ান প্রদেশে এই দলটি গিয়ে পরীক্ষা করবে । কোনও কারণে তালিকাভুক্ত ছিল না ইউহান । কিন্তু অবশেষে, ইউহানে যাওয়ার অনুমতি মেলে তাদের ।
চিনে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 2,236জন । আক্রান্তের সংখ্যা 75,567 জন । চিনের সরকারি আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন ।