পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনার উৎস সন্ধান : বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলকে ঢুকতে দিল না চিন - কোরোনার উৎস নিয়ে তদন্তে হু

এই তদন্তের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা 10 জনের দল তৈরি করেছিল।

WHO team investigating Covid origins denied entry to China
বিশ্বস্বাস্থ্য সংস্থার দলকে প্রবেশের অনুমতি দিল না চিন

By

Published : Jan 6, 2021, 6:20 PM IST

জেনেভা, 6 জানুয়ারি : চিনে প্রবেশের অনুমতি দেওয়া হল না বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলকে। ওই দলের চিনের উহানে যাওয়ার কথা ছিল। সেখানে গিয়ে তারা কোরোনা ভাইরাসের উৎস নিয়ে তদন্ত করত। কিন্তু তাদের প্রবেশ করতে দেওয়া হল না। বুধবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে যে ওই দলের দুজন সদস্যের একজন দেশে ফিরে গিয়েছেন। আর দ্বিতীয় জন ফিরছেন। তিনি আপাতত তৃতীয় কোনও দেশে আটকে আছেন। ভিসা সংক্রান্ত সমস্যার জেরেই তাঁরা চিনে প্রবেশ করতে পারেননি বলে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে।

2019 সালের শেষ দিকে উহানেই প্রথম কোরোনা ভাইরাসের খবর সামনে আসে। তার পর থেকে পরের এক বছরে গোটা বিশ্বকে বিধ্বস্ত করে দিয়েছে এই মারণ ভাইরাস। চিন থেকেই এই ভাইরাসের উৎপত্তি বলে বারবার অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় এক মাস ধরে চিনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর ডিসেম্বরে ঠিক হয় বিশ্বস্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল চিনে যাবে।

সেইমতো দল গঠন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিন শেষ মুহূর্তে সমস্যা তৈরি করে। তার ফলে সফর বাতিল হয়ে যায়। এই ঘটনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে হতাশাজনক বলে ব্যাখ্যা করা হয়েছে। সংস্থার ডিরেক্টর জেনেরাল টেড্রস আধানম গ্য়াব্রিসিয়াসের দাবি, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন:কোরোনার খবর করে চার বছর জেল চিনা সাংবাদিকের

এই তদন্তের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা 10 জনের দল তৈরি করেছিল। তারা উহানে গিয়ে প্রাণী থেকে কীভাবে কোরোনা ভাইরাসের উৎপত্তি হয়েছিল, তা খতিয়ে দেখার কথা ছিল। আর কীভাবে ওই ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত হল, তাও জানার চেষ্টা করত বলে খবর। কিন্তু তদন্তকারী দল যদি সেখানে যেতেই না পারে, তাহলে আসল কারণ কীভাবে জানা যাবে, উঠছে সেই প্রশ্ন।

ABOUT THE AUTHOR

...view details