পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আবার চিনেই কোভিড-19-এর খোঁজের সিদ্ধান্ত হু-র - হু

কোভিড-19 ভাইরাসের উৎপত্তি কোথায় ? এ নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞের দল ঘুরে এসেছে চিনের উহান শহর ৷ সেই রিপোর্ট দেরিতে এলেও কোনো সদুত্তর দিতে পারেনি হু ৷ তাই দ্বিতীয়বার অনুসন্ধানের পরিকল্পনা, আবারও সেই চিনে ৷

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন

By

Published : Apr 22, 2021, 2:58 PM IST

জেনেভা, 22 এপ্রিল: কোভিড-19 ভাইরাস প্রথমে কী ভাবে সংক্রমণ ছড়াল, তার উৎপত্তিস্থল কোথায়, এ নিয়ে আন্তর্জাতিক দল তৈরি করে চিনে অনুসন্ধান চালায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু ৷ মহামারিকে রুখতে গেলে তার উৎস জানা জরুরি ৷ কিন্তু চিনের উহান শহরে ঘুরে বেড়িয়েও এর কোনো সদুত্তর দিতে পারেনি হু ৷

আরও পড়ুন: করোনা প্রতিরোধে কেন্দ্রের পরিকল্পনা কী ? জানতে চায় সুপ্রিম কোর্ট

বছরের শুরুতে চিনের বিশেষজ্ঞরা-সহ আন্তর্জাতিক বিশেষজ্ঞের ওই দল এই অনুসন্ধানের রিপোর্ট পাঠালেও, তাতে উৎস বিষয়ে কিছু জানা যায়নি ৷

তাই দ্বিতীয় বার অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিচ্ছে হু-র ইমারজেন্সি কমিটি ৷

হু-র এই দ্বিতীয় বারের অনুসন্ধান নিয়ে প্রশ্ন তুলেছে অনেক দেশ ৷ নাম প্রকাশে অনিচ্ছুক জেনেভার এক পশ্চিমি কূটনীতিক বলেন, "খুব প্রাথমিক স্তরে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় বারেও চিনে অনুসন্ধান করার দাবি উঠেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details