পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

"একটি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে", ভেঙে পড়ার আগে কন্ট্রোলারে জানিয়েছিলেন পাইলট - Flight crashed near Karachi Airport

বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে বুঝতে পেরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারে ফোন করেন সজ্জদ । ঠান্ডা মাথায় বলেন, "একটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে... মে'ডে, মে'ডে, মে'ডে ।"

পাকিস্তানে বিমান দুর্ঘটনা
পাকিস্তানে বিমান দুর্ঘটনা

By

Published : May 22, 2020, 8:35 PM IST

করাচি, 22 মে : লাহোর থেকে করাচি যাচ্ছিল বিমানটি । কিন্তু, অবতরণের কয়েক মুহূর্ত আগেই 99 জন যাত্রী ও আটজন বিমানকর্মী নিয়ে সেটি ভেঙে পড়ে । তবে, ভেঙে পড়ার আগে বিমান যে দুর্ঘটনার মুখে পড়তে চলেছে তা বুঝতে পেরেছিলেন পাইলট । একটি অডিয়ো ক্লিপ থেকে তা বোঝা গেছে ।

বিমান অবতরণের কয়েক মুহূর্ত আগেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করেন ওই বিমানের পাইলট সজ্জদ গুল । তিনি ঠান্ডা মাথায় জানিয়েছিলেন, বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে । এটাই ছিল কন্ট্রোলরুমের সঙ্গে তাঁর শেষ কথপোকথন । পাকিস্তানের একটি স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, পাকিস্তান এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের এক অন্যতম অভিজ্ঞ সদস্য ছিলেন সজ্জদ । প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হওয়ার আগে তিনি একবার অবতরণের চেষ্টা করেছিলেন ।

বিমানের একটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে জানতে পেরে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারে ফোন করেন সজ্জদ । ঠান্ডা মাথায় বলেন, "একটি ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে... মে'ডে, মে'ডে, মে'ডে ।" ওই বিমান অবতরণের জন্য দু'টি রানওয়েই ফাঁকা রাখা হয়েছে বলে কন্ট্রোলারের তরফে জানানো হয় । তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি । তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details