পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 25, 2021, 12:55 PM IST

ETV Bharat / international

ইউহান ল্যাবের তিনজন গবেষকের হাসপাতালে থাকার খবর ভুয়ো, দাবি বেজিংয়ের

রবিবার ওয়াল স্ট্রিট জার্নাল একটি সংবাদে জানায় যে চিনের ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির তিনজন গবেষকের মধ্যে করোনার উপসর্গ দেখা গিয়েছিল ৷ 2019-এর নভেম্বরে তাদের হাসাপাতালে পাঠানো হয়েছিল ৷ সোমবার এই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলল বেজিং ৷

চিনের ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি
চিনের ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি

বেজিং, 25 মে : প্যানডেমিক ঘোষণার আগে চিনের ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির তিন গবেষকের হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরকে "সম্পূর্ণ মিথ্যা" বলে দাবি করল চিন ৷

আমেরিকার ইন্টেলিজেন্স-এর একটি রিপোর্টের ভিত্তিতে রবিবার ওয়াল স্ট্রিট জার্নাল একটি সংবাদে দাবি করে যে চিন থেকে করোনা সংক্রমণের খবর পাওয়ার আগে, 2019-এর নভেম্বরে ইউহানের তিন গবেষককে হাসপাতালে পাঠানো হয়েছিল, তাঁদের মধ্যে "মরশুমি অসুস্থতার লক্ষণ আর কোভিড-19-এর সঙ্গে মিল আছে, এমন উপসর্গ দেখা দিয়েছিল" ৷

চিনের কোনও গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তত্ত্বের বিরুদ্ধে বার বার লড়াই করেছে বেজিং ৷ 2019, 31 ডিসেম্বর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে চিন জানায় যে সেখানে বহু সংখ্যক মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৷

আরও পডু়ন : ধন্দ তৈরি হচ্ছে, ফাংগাসের বিভিন্ন নামে আপত্তি এইমস প্রধানের

সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদের বিষয়ে প্রশ্ন করা হলে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বিষয়টিকে "সম্পূর্ণ মিথ্যা" বলেন ৷ এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, "2019-এর 30 ডিসেম্বরের আগে কোভিড-19-এর কোনও খবর পাওয়া যায়নি ৷ ইনস্টিটিউটের কর্মচারী আর স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের সম্পর্কে এখনও অবধি নথিভুক্ত করা তথ্য অনুযায়ী "জিরো ইনফেকশন"-এর রেকর্ড রয়েছে ৷"

যদিও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন চিনের কোনও একটি ল্যাব থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে ৷ আর সে সময় অনেকে তাঁকে সমর্থন করেছিল ৷

তবে মার্চে হু-র নেতৃত্বে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞের দল চিনে অনুসন্ধান চালিয়ে সেই দাবি খারিজ করে দেয় ৷ যদিও দ্বিতীয় পর্যায়ের অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে হু ৷ আর তার আগেই ওয়াল স্ট্রিট এই সংবাদ প্রকাশ করল ৷

ABOUT THE AUTHOR

...view details