পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Afghanistan : তালিবানের সঙ্গে সমস্যা মিটিয়ে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন - জো বাইডেন

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ড জো বাইডেন জানালেন, তিনি নিশ্চিত যে চিন তালিবানের সঙ্গে একটি ব্যবস্থায় আসবে ৷ পাকিস্তান, রাশিয়া, ইরানের মতো চিনের সঙ্গেও তালিবানের সমস্যা রয়েছে ৷ তারা সবাই কী করণীয় তা খুঁজে বের করার চেষ্টা করছে ৷

তালিবানের সঙ্গে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন
তালিবানের সঙ্গে ব্যবস্থা নেবে চিন, নিশ্চিত বাইডেন

By

Published : Sep 8, 2021, 8:13 AM IST

ওয়াশিংটন ডিসি, 8 সেপ্টেম্বর : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) নিশ্চিত যে চিন তালিবানের (Taliban) সঙ্গে একটি ব্যবস্থায় আসবে ৷

মার্কিন আইনে অনুমোদিত তালিবান ৷ চিন তাদের পৃষ্ঠপোষকতা করবে কিনা- এই প্রশ্নের উত্তরে মঙ্গলবার ওয়াশিংটনে বাইডেন সাংবাদিকদের বলেন, "তালিবানের সঙ্গে পাকিস্তান, রাশিয়া, ইরানের মতোই চিনেরও সমস্যা রয়েছে ৷ তাই আমি নিশ্চিত তারা তালিবানের সঙ্গে কিছু ব্যবস্থা করার চেষ্টা করতে যাচ্ছে ৷ পাকিস্তান, রাশিয়া, ইরানও কী করবে তা তারা খুঁজে বের করার চেষ্টা করছে ৷"

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সাত সহযোগী গোষ্ঠী তালিবানের প্রতি তাদের প্রতিক্রিয়া জানাতে সম্মত হয়েছে ৷ পাশাপাশি ওয়াশিংটন আফগানিস্তানের সাড়ে 9 বিলিয়ন অর্থ আগামী এপ্রিল পর্যন্ত তালিবানের হাতে যাতে না পৌঁছয় তার ব্যবস্থা করেছে ৷ সেই অর্থের বেশিরভাগই নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের কাছে রয়েছে ৷ এই পদক্ষেপ করা হয়েছে যাতে তালিবান মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন-সহ যে প্রতিশ্রুতি দিয়েছে, তা তারা মেনে চলে ৷ করা । তবে বিশেষজ্ঞদের মতে, তালিবান চিন, রাশিয়া বা অন্যান্য দেশের থেকে অর্থ সাহায্য পেয়ে গেলে এর কোনও মানে থাকবে না ৷

আফগানিস্তানের পতনে কয়েক সপ্তাহ আগেই চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই (Wang Yi) আফগান তালিবান রাজনৈতিক নেতা মুল্লা আবদুল গনি বরাদরের (Abdul Ghani Baradar) সঙ্গে বৈঠক করেন ৷ তালিবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির কথাও বলেন ৷

পাশাপাশি ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে তালিবানের জন্য সুপারিশ করা শুরু করেছে চিন ৷ 29 অগস্টেই ওয়াং ই মার্কিন বিদেশমন্ত্রী ব্লিনকেনের (Antony Blinken) সঙ্গে ফোনে কথা বলেন ৷ আন্তর্জাতিক স্তর থেকে তালিবানের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের 'ইতিবাচক দিক নির্দেশনা' দেওয়া উচিত বলে জানান ৷

পাশাপাশি চিনের বেশ কিছু কোম্পানি ইতিমধ্যেই আফগানিস্তানে তৈলখনিতে ড্রিল করার স্বত্ব আদায় করে ফেলেছে ৷ তাছাড়া আফগানিস্তান এমন কিছু খনিজ সম্পদে সমৃদ্ধ যেগুলি স্মার্টফোন, ট্যাবলেট, এলইডি স্ক্রিন তৈরির জন্য জরুরি ৷

আরও পড়ুন : Taliban Government : আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা তালিবানের, প্রধানমন্ত্রী হাসান আখুন্দ

ABOUT THE AUTHOR

...view details