পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অ্যামেরিকান ব্লগারের - Islamabad

দীর্ঘ 10 বছর ধরে পাকিস্তানের বাসিন্দা অ্যামেরিকান ব্লগার ধর্ষণের অভিযোগ করলেন পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ৷ পাশাপাশি, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ করেন তিনি ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jun 6, 2020, 7:56 PM IST

ইসলামাবাদ, 6 জুন : পাকিস্তানে সেনার সমর্থনে বিভিন্ন মন্তব্যের জন্য পরিচিতি ছিল তাঁর ৷ তিনি একজন অ্যামেরিকান ব্লগার ৷ বিগত 10 বছর ধরে পাকিস্তানের বাসিন্দা ৷ সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ৷ শুধু তাই নয়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি ৷

তবে, অভিযোগ অস্বীকার করেছেন তিনজনই ৷ পাশাপাশি দু'টি দাবি জানিয়ে ওই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ওই অ্যামেরিকান ব্লগার ফেসবুকে একটি লাইভ ভিডিয়োর মাধ্যমে গতকাল পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রহমান মালিকের নাম উল্লেখ করে যৌন নির্যাতনের অভিযোগ করেন ৷ সঙ্গে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজ়া গিলানি ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মখদুম শাহাবউদ্দিনের নামে হেনস্থার অভিযোগ করেন ৷ এই তিনজন রাজনীতিকই বিরোধী দল পাকিস্তান পিপল'স পার্টি (PPP)-র সদস্য ৷

ওই অ্যামেরিকান ব্লগার সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজ়ির ভুট্টোর বিরুদ্ধেও অভিযোগ তোলেন৷ বলেন, শওহর আসিফ আলি জ়ারদারির সঙ্গে যে সমস্ত মহিলার সম্পর্ক থাকার সন্দেহ করতেন বেনজ়ির, তাঁদের ধর্ষণের নির্দেশ তিনি নিজেই দিতেন ৷ ঘটনায় জ়ারদারি কোনও প্রতিক্রিয়া না জানালেও PPP-র সিনিয়র নেতারা জানতে চান, ওই অ্যামেরিকান ব্লগার কে? তাঁকে পাকিস্তানে থাকার অনুমতি কে দিয়েছেন? তিনি কীভাবে আয় করেন?

সম্প্রতি অভিযোগের বিষয়ে ওই অ্যামেরিকান ব্লগার বলেন, "ঘটনাটি 2011 সালে রহমান মালিকের সরকারি বাসভবনে ঘটেছিল ৷ সে সময় ওসামা বিন লাদেনের মৃত্যুর খবর প্রকাশ পেয়েছিল ৷ আমি ভেবেছিলাম বৈঠকটি আমার ভিসার ব্যাপারে কথা বলার জন্য হবে ৷ কিন্তু, আমাকে ফুল দেওয়া হয় ও ড্রাগ মেশানো একটি পানীয় খেতে দেওয়া হয় ৷"

ABOUT THE AUTHOR

...view details