ইসলামাবাদ, 6 জুন : পাকিস্তানে সেনার সমর্থনে বিভিন্ন মন্তব্যের জন্য পরিচিতি ছিল তাঁর ৷ তিনি একজন অ্যামেরিকান ব্লগার ৷ বিগত 10 বছর ধরে পাকিস্তানের বাসিন্দা ৷ সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ৷ শুধু তাই নয়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি ৷
তবে, অভিযোগ অস্বীকার করেছেন তিনজনই ৷ পাশাপাশি দু'টি দাবি জানিয়ে ওই দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ওই অ্যামেরিকান ব্লগার ফেসবুকে একটি লাইভ ভিডিয়োর মাধ্যমে গতকাল পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রহমান মালিকের নাম উল্লেখ করে যৌন নির্যাতনের অভিযোগ করেন ৷ সঙ্গে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজ়া গিলানি ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মখদুম শাহাবউদ্দিনের নামে হেনস্থার অভিযোগ করেন ৷ এই তিনজন রাজনীতিকই বিরোধী দল পাকিস্তান পিপল'স পার্টি (PPP)-র সদস্য ৷