পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নেপালে কোরোনায় আক্রান্ত আরও 2, এসেছিলেন জামাতের অনুষ্ঠানে যোগদানকারীদের সংস্পর্শে - কোরোনা

নতুন করে যে দু'জনের শরীরে কোরোনার হদিস পাওয়া গেছে ,তাঁরা দু'জনই সম্প্রতি ভারতের তাবলিঘি জামাতে যোগদানকারী তিন কোরোনা আক্রান্ত ভারতীয়ের সংস্পর্শে এসেছিলেন ।

nepal
nepal

By

Published : Apr 26, 2020, 3:41 PM IST

Updated : Apr 26, 2020, 4:36 PM IST

কাঠমাণ্ডু, 26 এপ্রিল : নেপালে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন দু'জন । নেপালের বীরগুঞ্জ এলাকার দুই বাসিন্দার শরীরে COVID- 19 পজ়িটিভ পাওয়া গেছে । তাঁদের আইসোলেশনে ওয়ার্ডে রাখা হয়েছে । জানা গেছে, সম্প্রতি তাঁরা ভারতের তাবলিঘি জামাতে যোগদানকারী তিন কোরোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন । এই নিয়ে নেপালে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 51-তে ।

আজ সকালে নেপাল স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, নতুন করে যে দু'জনের শরীরে কোরোনার হদিস পাওয়া গেছে তাঁরা দু'জনই পুরুষ । সম্প্রতি কোরোনা আক্রান্ত তিন ভারতীয়র সংস্পর্শে এসেছিলেন । এবিষয়ে নেপালের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সুমিতকুমার অধিকারী বলেন, "নতুন রিপোর্ট অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা এখন 51 । আজই ন্যাশনাল পাবলিক হেলথ ল্যবরেটরিতে দু'জনের সোয়াবের রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁদের দু'জনেরই বয়স 50 । তাঁদের বীরগঞ্জের নারায়ণী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ।" এববিষয়ে বীরগঞ্জ জেলার প্রশাসিক আধিকারিক ললিতকুমার বাসনেত জানান, এই দুজনের মধ্যে একজন এখানকার মেট্রোপলিটন অফিসের কর্মী ও অন্যজন একটি স্কুলে কাজ করেন ।

নেপালে 24 মার্চ থেকে পুরোপুরি লকডাউন চলছে । এখনও পর্যন্ত 51 জন আক্রান্ত হলেও একজনেরও মৃত্যু হয়নি । সুস্থ হয়েছেন 12 জন । নেপালের সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকা ছাপাকাইয়া । এই এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে । গতকালই 187 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । চেষ্টা চলছে কোরোনা সংক্রমণের চেন ভাঙার ।

Last Updated : Apr 26, 2020, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details