পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Indonesia Flores Island earthquake : ইন্দোনেশিয়ায় সমুদ্রে ভূমিকম্প, জারি সুনামির সতর্ক বার্তা - ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ

কেঁপে উঠল সমুদ্র ৷ তাহলে কি ফের সুনামি ? তেমনই আশঙ্কা প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার মেটেরিওলজিক্যাল সংস্থা (Undersea earthquake has struck off Flores Island) ৷

Indonesia Flores Island undersea earthquake
ইন্দোনেশিয়ায় সমুদ্রে ভূমিকম্প

By

Published : Dec 14, 2021, 10:28 AM IST

Updated : Dec 14, 2021, 11:16 AM IST

জাকার্তা, 14 ডিসেম্বর :কেঁপে উঠল সমুদ্রের তলদেশ ৷ আসতে পারে সুনামি ৷ মঙ্গলবার ইন্দোনেশিয়ার ফ্লোরস দ্বীপে (Flores Island of Indonesia) তীব্র ভূমিকম্প হয় ৷ এরপরই দেশের মেটেরিওলজিক্যাল সংস্থা সুনামি নিয়ে সতর্ক করেছে দেশবাসীকে ৷ সমুদ্রের তলায় এই ভূকম্পনের তীব্রতা ছিল 7.3 (Undersea earthquake has struck off Flores Island) ৷

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (US Geological Survey) দেওয়া তথ্য অনুযায়ী, সমুদ্রের নিচে 18.5 কিলোমিটার অর্থাৎ 11.5 মাইল গভীরে এই কম্পন হয়েছে ৷ এর কেন্দ্র ইস্ট নেস তেঙ্গারা প্রদেশের (East Nusa Tenggara) মাউমেয়ার (Maumere) শহর থেকে 112 কিলোমিটার উত্তরে অবস্থিত ৷ এই দ্বীপে 85 হাজার লোক বাস করেন ৷

আরও পড়ুন : India-Myanmar Earthquake : ভারত-মায়ানমার সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল ভোরের কলকাতা

ন্যাশনাল ডিজ্যাস্টার মিটিগেশন এজেন্সির (National Disaster Mitigation Agency) মুখপাত্র আবদুল মুহারি (Abdul Muhari) জানিয়েছেন, ওই অঞ্চলের বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেছেন ৷ টিভিতে দেখা যাচ্ছে, এই কম্পনের ফলে বাড়িঘর কেঁপে ওঠে ৷ লোকজন বাড়ি ছেড়ে বেরিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে ৷ তিনি বলেন, "এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি ৷ কিন্তু পরিস্থিতির খোঁজখবর নেওয়ার চেষ্টা চলছে ৷"

27 কোটি মানুষ বাস করেন ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জে ৷ এর অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 'রিং অফ ফায়ার'-এ (Ring of Fire) ৷ তাই এখানে ঘন ঘন অগ্ন্যুৎপাত, ভূমিকম্পের ঘটনা ঘটে ৷

এই বছরের জানুয়ারিতে পশ্চিম সুলাওয়েসি (West Sulawesi) প্রদেশে 6.2 তীব্রতার ভূমিকম্পে অন্ততপক্ষে 105 জন মানুষ মারা গিয়েছেন ৷ আর 6 হাজার 500 মানুষ আহত হয়েছেন ৷

Last Updated : Dec 14, 2021, 11:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details