পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

তীব্র ভূমিকম্প, অস্ট্রেলিয়া-নিউজ়িল্য়ান্ডে সুনামির সতর্কতা - অস্ট্রেলিয়ান বিউরো অফ মেট্রোলজি

অস্ট্রেলিয়ান বিউরো অফ মেট্রোলজির তরফে একটি টুইট করে সুনামির সতর্কতা জারি করা হয়েছে ৷

দক্ষিণ প্রাশান্ত মহাসাগরে সুনামি
দক্ষিণ প্রাশান্ত মহাসাগরে সুনামি

By

Published : Feb 10, 2021, 11:02 PM IST

Updated : Feb 11, 2021, 9:01 AM IST

দিল্লি, 10 ফেব্রুয়ারি : তীব্র ভূমিকম্পের জেরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সুনামি ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7 ৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে ইতিমধ্যে নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ ক্যালেডোনিয়া, ভানুয়াতুতে সুনামির সতর্কতা দিয়েছে । যদিও অস্ট্রেলিয়া আবহওয়া অফিস সূত্রে সুনামির খবর নিশ্চিত করা হয়েছে ৷

অস্ট্রেলিয়ান বিউরো অফ মেট্রোলজির তরফে একটি টুইট করে একথা জানানো হয় ৷ সেখানে লেখা হয় সুনামি নিশ্চিত ৷ পূর্ব অস্ট্রেলিয়া থেকে 550 কিলোমিটার দূরে লর্ড হোয়ি দ্বীপে সতর্কবার্তা জারি করা হয়েছে ৷

নিউ ক্যালেডোনিয়ার পূর্বে প্রায় 415 কিলোমিটার দূরে ভাওয়ের 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে ৷ নিউজ়িল্যান্ড, ফিজি এবং ভানুয়াতুর কিছু উপকূলের ঢেওয়ের উচ্চতা 0.3 মিটার থেকে এক মিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে ৷ নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি একটি বিবৃতি প্রকাশ করেছে উপকূলীয় অঞ্চলের লোকদের সমুদ্র থেকে দূরে সরে আসতে বলা হয়েছে । তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

Last Updated : Feb 11, 2021, 9:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details