পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বিশ্বে কোরোনা আক্রান্ত 1,11,81,818 - চিন

বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা এক কোটি 11 লাখ 81 হাজার 818 ৷ অন্যদিকে কোরোনা সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচ লাখ 28 হাজার 378 জনের ৷

Global COVID-19
Global COVID-19

By

Published : Jul 4, 2020, 4:41 PM IST

হায়দরাবাদ, 4 জুলাই: বিশ্বজুড়ে ক্রমাগত বাড়ছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৷ বর্তমানে বিশ্বে মোট কোরোনা আক্রান্ত এক কোটি 11 লাখ 81 হাজার 818, মৃত্যু হয়েছে পাঁচ লাখ 28 হাজার 378 জনের ৷ অন্যদিকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 62 লাখ 92 হাজার 23 জন ৷

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে গোষ্ঠি সংক্রমণ ৷ কোরিয়া সেন্টার ফর ডিজিজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফ থেকে জানানো হয়, গত 24 ঘণ্টায় দেশে 63টি নতুন কেস দাখিল করা হয়েছে ৷ দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 13,030 জন এবং মৃত্যু হয়েছে 283 জনের ৷

অন্যদিকে ব্রিটেনে গত 24 ঘণ্টায় 544 জন কোরোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ 84 হাজার 276-এ ৷ গত 24 ঘণ্টায় কোরোনা সংক্রমণে মৃত্যু হয় 137 জনের, ফলে মোট মৃতের সংখ্যা 44,131 পেরোলো ৷

সমগ্র বিশ্ব যেখানে কোরোনা ভাইরাসের প্রথম ধাক্কাই সামলে উঠতে পারেনি , সেখানে চিনে শুরু হয়েছে কোরোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ৷ চিন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় চিনে কোরোনা আক্রান্ত হয়েছেন তিনজন, এরমধ্যে একজন বেজিংয়ের বাসিন্দা ৷ নতুন আক্রান্তদের অধিকাংশই সাংহাই ও গুয়াংডংয়ের দক্ষিণভাগের বাসিন্দা ৷ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়, বিদেশ থেকে আগত ব্যক্তির মাধ্যমেই চিনে ফের কোরোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নতুন আক্রান্তদের সংখ্যা মিলিয়ে চিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 83,545 এবং মৃতের সংখ্যা 4634 ৷

ABOUT THE AUTHOR

...view details