দিল্লি, 02 জানুয়ারি: 26/11-য় মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার অন্যতম মূলচক্রী জাকিউর রহমান লাকভিকে গ্রেপ্তার করা হল শনিবার। লস্কর-ই-তইবার এই কমান্ডারকে পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পাকিস্তানের সরকারি সূত্রে খবর।
2015 সাল থেকে মুম্বই হামলার এই মূলচক্রী জামিনে মুক্ত ছিল। শনিবার তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট। তাকে গ্রেপ্তারের জন্য যে অভিযান চালানো হয়, তার নেতৃত্বে ছিল পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টের পঞ্জাব শাখা।