পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

26/11 মুম্বই হামলায় মূলচক্রী গ্রেপ্তার পাকিস্তানে - Top Lashkar commander arrested in Pakistan

2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ে ঘটা ওই সন্ত্রাসবাদী হানায় আরও একজন মূল অভিযুক্ত হল জামাত-উদ-দাওয়ার হাফিজ সইদ। তাকে সম্প্রতি পাকিস্তানের একটি আদালত 15 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধেও সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে।

Top Lashkar commander arrested in Pakistan
26/11 মুম্বই হামলায় মূলচক্রী গ্রেপ্তার পাকিস্তানে

By

Published : Jan 2, 2021, 6:37 PM IST

দিল্লি, 02 জানুয়ারি: 26/11-য় মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার অন্যতম মূলচক্রী জাকিউর রহমান লাকভিকে গ্রেপ্তার করা হল শনিবার। লস্কর-ই-তইবার এই কমান্ডারকে পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পাকিস্তানের সরকারি সূত্রে খবর।

2015 সাল থেকে মুম্বই হামলার এই মূলচক্রী জামিনে মুক্ত ছিল। শনিবার তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট। তাকে গ্রেপ্তারের জন্য যে অভিযান চালানো হয়, তার নেতৃত্বে ছিল পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টের পঞ্জাব শাখা।

2008 সালের 26 নভেম্বর মুম্বইয়ে ঘটা ওই সন্ত্রাসবাদী হানায় আরও একজন মূল অভিযুক্ত হল জামাত-উদ-দাওয়ার হাফিজ সইদ। তাকে সম্প্রতি পাকিস্তানের একটি আদালত 15 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধেও সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:পাকিস্তানে দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত মন্দিরের পুনর্নির্মাণ করবে প্রশাসন

মুম্বইয়ে ওই সন্ত্রাসবাদী হামলায় এসেছিল বেশ কয়েকজন জঙ্গি। জলপথে তারা করাচি থেকে মুম্বইয়ে আসে। ওই জঙ্গিদের মধ্যে একমাত্র আজমল আমির কাসভকে জীবিত অবস্থায় ধরা গিয়েছিল। তাকে পরে ফাঁসি দেওয়া হয়।

ABOUT THE AUTHOR

...view details