লাহোর, 23 মার্চ : কোরোনার থাবায় এখন জর্জরিত সারা বিশ্ব । ধর্ম ও অর্থনৈতিক অবস্থানের ঊর্ধ্বে গিয়ে একে অপরকে সহায়তা করার প্রয়োজনের কথা মনে করালেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার । সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে তিনি বলেন, ''সকল অনুগামীদের অনুরোধ করছি, নোভেল কোরোনায় আতঙ্কিত সারা বিশ্ব, এই সময়ে আমাদের ধর্মীয় বিভেদে নজর না দেওয়াই ভালো । লকডাউন করা হয়েছে যাতে ভাইরাস সংক্রমিত না হয় । তোমরা যদি সভা কিংবা বৈঠক কর, তবে লকডাউন কার্যকর হবে না ।"
শোয়েবের কথায়, দিনমজুরদের কথা ভেবে দেখুন । খাবার কিনে নিজের ঘর ভরতি করে দোকান খালি করছেন । নিশ্চয়তা আছে যে তিন মাস পরও আমার বেঁচে থাকবো আমরা ? দিনমজুরদের কথা কেউ ভাবছেন না । তাঁরা পরিবারকে কীভাবে খাওয়াবেন । মানবিক হোন । হিন্দু-মুসলমান নয় । অর্থ সংগ্রহ হোক । আর্থিকভাবে পিছিয়ে পড়ে শ্রেণির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হোক ।
তিনি আরও যোগ করেন, "বিশ্বাস করুন, এই দুর্দিনে ধনীরা তবুও বেঁচে থাকতে পারবেন, কিন্তু গরীব দুস্থরা... আমরা পশুর মত জীবনযাপন করি, বাঁচার চেষ্টা করি মানুষের মতো । সহযোগিতা করার চেষ্টা করুন, পাশে দাঁড়ানোর চেষ্টা করুন । খাবার মজুত বন্ধ করুন । এখন সময় একে অপরকে দেখার । মানুষের মত বাঁচুন ।"