পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

প্রসঙ্গ কোরোনা : মানবিক হোন, হিন্দু-মুসলমান নয়, মন্তব্য শোয়েবের - Time To Be Human, Not Hindu, Muslim

সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করলেন শোয়েব আখতার । কোরোনা আতঙ্কে সতর্ক থাকার বার্তা দিলেন তিনি ।

Time To Be Human, Not Hindu, Muslim
শোয়েব আখতার

By

Published : Mar 23, 2020, 2:43 PM IST

লাহোর, 23 মার্চ : কোরোনার থাবায় এখন জর্জরিত সারা বিশ্ব । ধর্ম ও অর্থনৈতিক অবস্থানের ঊর্ধ্বে গিয়ে একে অপরকে সহায়তা করার প্রয়োজনের কথা মনে করালেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার । সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে তিনি বলেন, ''সকল অনুগামীদের অনুরোধ করছি, নোভেল কোরোনায় আতঙ্কিত সারা বিশ্ব, এই সময়ে আমাদের ধর্মীয় বিভেদে নজর না দেওয়াই ভালো । লকডাউন করা হয়েছে যাতে ভাইরাস সংক্রমিত না হয় । তোমরা যদি সভা কিংবা বৈঠক কর, তবে লকডাউন কার্যকর হবে না ।"

শোয়েবের কথায়, দিনমজুরদের কথা ভেবে দেখুন । খাবার কিনে নিজের ঘর ভরতি করে দোকান খালি করছেন । নিশ্চয়তা আছে যে তিন মাস পরও আমার বেঁচে থাকবো আমরা ? দিনমজুরদের কথা কেউ ভাবছেন না । তাঁরা পরিবারকে কীভাবে খাওয়াবেন । মানবিক হোন । হিন্দু-মুসলমান নয় । অর্থ সংগ্রহ হোক । আর্থিকভাবে পিছিয়ে পড়ে শ্রেণির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হোক ।

তিনি আরও যোগ করেন, "বিশ্বাস করুন, এই দুর্দিনে ধনীরা তবুও বেঁচে থাকতে পারবেন, কিন্তু গরীব দুস্থরা... আমরা পশুর মত জীবনযাপন করি, বাঁচার চেষ্টা করি মানুষের মতো । সহযোগিতা করার চেষ্টা করুন, পাশে দাঁড়ানোর চেষ্টা করুন । খাবার মজুত বন্ধ করুন । এখন সময় একে অপরকে দেখার । মানুষের মত বাঁচুন ।"

শোয়েব আখতার দোষারোপ করতেও ছাড়েননি চিনকেও । সোশাল মিডিয়ার ভিডিয়োয় জানিয়েছেন, "আমি কিছুতেই বুঝতে পারিনা তোমরা, চিনারা কি করে বাদুড় খাচ্ছ, বাদুড়ের রক্ত ও মূত্র পান করছ, আবার ভাইরাস ছড়াচ্ছ । এরা পৃথিবীকে সংকটের মধ্যে ফেলছে । আমি সত্যিই বুঝিনা যে কী করে বাদুড়, কুকুর কিংবা বিড়াল খেতে পারে কেউ ৷ সত্যিই খুব রাগ হচ্ছে ।"

সারা বিশ্ব এই মুহূর্তে সংকটের মুখোমুখি । যে ভাবে চারিদিকে লকডাউন হয়ে যাচ্ছে একের পর এক জায়গা এর ফলে বিশ্বের পর্যটন শিল্পে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে । সঙ্গে অর্থনৈতিক অবস্থাও নুয়ে পড়েছে । ক্রিকেট তারকার কথায়, "সমস্ত চিনাদের বিরুদ্ধে যাচ্ছি না । যারা প্রাণী হত্যালীলায় শামিল হয়েছেন । এটা কখনও সংস্কৃতি হতে পারে না । যদি তা হয়ও, তুমি বুঝতেই পারছ যে সুবিধাভোগী হওয়াটা কতটা ক্ষতিকর । চিনে এগুলি বয়কট করা হোক তা বলছি না, সেখানে অবশ্যই কিছু আইন রয়েছে । তার উপর যেতে পারে না কেউই ।"

নভেল কোরোনা ভাইরাস, চিনের উহান প্রদেশে উৎসস্থল হলেও সংক্রমিত হয়েছে বিশ্বের প্রায় 100টি দেশে । প্রায় 3 লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত । প্রাণ হারিয়েছেন 13 হাজার মানুষ । এই মুহূর্তে পাকিস্তানে 800 জনের শরীরে কোরোনা ভাইরাস ধরা পড়েছে । মৃত্যু হয়েছে 5 জনের ।

ABOUT THE AUTHOR

...view details