পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাণিজ্য ক্ষেত্রে চিনের দাদাগিরি মানবে না ট্রাম্প প্রশাসন - হংকং প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে চিনকে কটাক্ষ করলেন ট্রাম্প ৷ বলেন, ব্যবসাকে হাতিয়ার করে চিন যে ক্ষমতার অপব্যবহার করছে, তা সহ্য করার দিন শেষ ৷

ছবি

By

Published : Sep 24, 2019, 10:01 PM IST

নিউ ইয়র্ক, 24 সেপ্টেম্বর : ব্যবসাকে হাতিয়ার করে চিন যে ক্ষমতার অপব্যবহার করছে, তা সহ্য করার দিন শেষ ৷ আজ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে একথা স্পষ্ট জানিয়ে দিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ পাশাপাশি হংকংয়ের মানুষ যাতে আবার গণতান্ত্রিক পদ্ধতিতে জীবনধারণ করতে পারেন, সেই বিষয়েও আহ্বান জানান তিনি ৷

ট্রাম্প বলেন, "বাণিজ্যকে হাতিয়ার করে বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার করেছে চিন ৷ যা অপমানজনক ৷ এতদিন সব সহ্য করা হয়েছে, নয়তো এড়িয়ে যাওয়া হয়েছে ৷ কখনও আবার উৎসাহ দেওয়া হয়েছে ৷ তবে এবার সেই দিন শেষ ৷ "

হংকং প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর প্রশাসন গুরুত্ব সহকারে লক্ষ্য করছে কীভাবে হংকংয়ের বর্তমান পরিস্থিতির মোকাবিল করছে চিন ৷ এই প্রসঙ্গে অ্যামেরিকার প্রেসিডেন্টের বক্তব্য, "বিশ্ব প্রত্যাশা করে যে, হংকংয়ের মানুষের স্বাধীনতা, গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁদের জীবনধারণের অধিকার ও আইনি ব্যবস্থাকে রক্ষা করবে চিন ৷"

ABOUT THE AUTHOR

...view details