ইয়াংগন (মায়ানমার), 7 ফেব্রুয়ারি : মায়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে এবার পথে নামলেন সেদেশের মানুষ ৷ আজ ইয়াংগন শহরের পথে 10 হাজারেরও বেশি মানুষ প্রতিবাদ মিছিলে হাঁটেন ৷ সেই মিছিল থেকে দ্রুত ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, মায়ানমারে সেনা অভ্যুত্থানের প্রতিবাদ শুরু হওয়ায়, সেনার তরফে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷
ইয়াংগন শহরের একাধিক জায়গায় রবিবার প্রতিবাদ মিছিল বের করে মায়ানমারবাসী ৷ তাঁরা ইয়াংগনের সিটি হল এবং বিখ্যাত সুলে পাগোডার সামনে জমায়েত করে ৷ সেনার তরফে মায়ানমারবাসীর প্রতিবাদকে নিয়ন্ত্রণ করতে শনিবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি গত সোমাবার সেনা যে মায়ানমারের দখল নিয়েছে, তা প্রত্যাহারের দাবি জানানো হয় ৷ একই সঙ্গে দেশের জনপ্রিয় নেতা আং সান সু চি সহ অন্যান্য রাজনৈতিক নেতার মুক্তির দাবি জানানো হয় ৷