কাঠমান্ডু, 11 মে : মাউন্ট এভারেস্টের নয়া উচ্চতা মাপল বাহারিনের রয়্যাল গার্ড টিম ৷ প্রথম বিদেশি দল হিসেবে মাউন্ট এভারেস্টের নয়া এই উচ্চতা মেপেছে তারা ৷ প্রিন্স মহম্মদ হামেদ আল খালিফার নেতৃত্বে এই অভিযান চালানো হয় ৷ হিমালয়ান টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, বাহারিন রয়্যাল গার্ড আজ সকালে সফলভাবে মাউন্ট এভারেস্টের শীর্ষে আহরণ করে ৷ মাউন্ট এভারেস্টের নয়া উচ্চতা 8,848.86 মিটার ৷ 8848.86 মিটার
1954 সালে ভারতের তরফে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপা হয়েছিল ৷ তখন এভারেস্টের উচ্চতা ছিল 8,848 মিটার ৷ আর আজ বাহারিনের দলটি যে নয়া দৈর্ঘ্য নির্ধারণ করেছে তা 0.86 মিটার বেশি ৷ সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংগমা শেরপা জানিয়েছেন, বাহারিন রয়্যাল গার্ড টিম আজ সকাল 5:30 মিনিট থেকে 6:45 মিনিট পর্যন্ত মাউন্ট এভারেস্টের চূড়ায় ছিলেন ৷ এটাই প্রথম কোনও আন্তর্জাতিক পর্বতারোহী দল যারা মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপল ৷