দিল্লি, 23 জানুয়ারি:কোরোনা মোকাবিলায় ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য় সংস্থা৷ ইতিমধ্য়েই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কোরোনার টিকা পাঠিয়েছে নয়াদিল্লি৷ টিকা পাঠানো হয়েছে সুদূর ব্রাজিল ও মরক্কোতেও৷ আগামী দিনে দক্ষিণ আফ্রিকাতেও টিকা পাঠাবে ভারত৷ কোভিড বাগে আনতে এভাবেই অন্য়ান্য় দেশের পাশে থাকার বার্তা দিচ্ছে নয়া দিল্লি৷ মোদি সরকারের এই ভূমিকাকেই কুর্ণিশ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা৷ টুইটারে কৃতজ্ঞতা জানিয়েছেন হু-প্রধান টেড্রোস আধানোম ঘেব্রেসাস৷ তিনি লেখেন, ‘‘বিশ্বব্য়াপী কোরোনা মোকাবিলায় সহযোগিতার জন্য় ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ৷ একমাত্র তখনই আমরা এই ভাইরাসের মোকাবিলা করতে পারব, যখন আমরা একসঙ্গে লড়াই করব, নিজেদের জ্ঞান পরস্পরের সঙ্গে ভাগ করে নেব৷‘‘
প্রসঙ্গত, হু-প্রধানের এই টুইটের কয়েক ঘণ্টা আগেই ভারতকে কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর এম বলসোনারো৷ তিনি টুইট করেন, ‘‘নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশ্বব্য়াপী সমস্য়া সমাধানের পথে এমন একজন সহযোগী পেয়ে ব্রাজিল গর্বিত৷‘‘