পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারতকে কৃতজ্ঞতা জ্ঞাপন বিশ্ব স্বাস্থ্য় সংস্থার - ধন্য়বাদ জ্ঞাপন

কোরোনা মোকাবিলায় ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য় সংস্থা৷ সংস্থার হয়ে টুইটারে কৃতজ্ঞতা জানিয়েছেন হু-প্রধান টেড্রোস আধানোম ঘেব্রেসাস৷ তিনি লেখেন, ‘‘বিশ্বব্য়াপী কোরোনা মোকাবিলায় সহযোগিতার জন্য় ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ৷ একমাত্র তখনই আমরা এই ভাইরাসের মোকাবিলা করতে পারব, যখন আমরা একসঙ্গে লড়াই করব, নিজেদের জ্ঞান পরস্পরের সঙ্গে ভাগ কোরে নেব৷‘‘

Thank you, India & Prime Minister Narendra Modi for your continued support to global #COVID19 response. Only if we act together, including sharing of knowledge, can we stop this virus and save lives and livelihoods: Tedros Adhanom Ghebreyesus, Director-General of WHO
করোনা মোকাবিলায় ভারতকে কৃতজ্ঞতা জ্ঞাপন রাষ্ট্রসংঘের

By

Published : Jan 23, 2021, 7:17 PM IST

দিল্লি, 23 জানুয়ারি:কোরোনা মোকাবিলায় ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য় সংস্থা৷ ইতিমধ্য়েই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কোরোনার টিকা পাঠিয়েছে নয়াদিল্লি৷ টিকা পাঠানো হয়েছে সুদূর ব্রাজিল ও মরক্কোতেও৷ আগামী দিনে দক্ষিণ আফ্রিকাতেও টিকা পাঠাবে ভারত৷ কোভিড বাগে আনতে এভাবেই অন্য়ান্য় দেশের পাশে থাকার বার্তা দিচ্ছে নয়া দিল্লি৷ মোদি সরকারের এই ভূমিকাকেই কুর্ণিশ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা৷ টুইটারে কৃতজ্ঞতা জানিয়েছেন হু-প্রধান টেড্রোস আধানোম ঘেব্রেসাস৷ তিনি লেখেন, ‘‘বিশ্বব্য়াপী কোরোনা মোকাবিলায় সহযোগিতার জন্য় ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদ৷ একমাত্র তখনই আমরা এই ভাইরাসের মোকাবিলা করতে পারব, যখন আমরা একসঙ্গে লড়াই করব, নিজেদের জ্ঞান পরস্পরের সঙ্গে ভাগ করে নেব৷‘‘

প্রসঙ্গত, হু-প্রধানের এই টুইটের কয়েক ঘণ্টা আগেই ভারতকে কৃতজ্ঞতা জানিয়ে টুইট করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর এম বলসোনারো৷ তিনি টুইট করেন, ‘‘নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিশ্বব্য়াপী সমস্য়া সমাধানের পথে এমন একজন সহযোগী পেয়ে ব্রাজিল গর্বিত৷‘‘

গত শুক্রবারই ব্রাজিলে কোভিশিল্ডের 20 লক্ষ ডোজ পাঠিয়েছে ভারত৷ বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মলদ্বীপে সব মিলিয়ে পাঠানো হয়েছে 32 লক্ষ টিকা৷ কোরোনা মোকাবিলায় মরিশাস, মায়ানমার এবং সিচেলসে অনুদানও পাঠিয়েছে নয়াদিল্লি৷ আগামী দিনে শ্রীলঙ্কা ও আফগানিস্তানেও এই সহযোগিতা পাঠানো হবে৷

প্রসঙ্গত, ব্রাজিলে ভারতের পাঠানো টিকা পৌঁছানোর পরই সেই ছবি টুইটারে পোস্ট করেন বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর৷ তিনি লেখেন, ‘‘বিশ্বের ওষুধ প্রস্তুতকারীদের উপর আস্থা রাখুন৷ ভারতের তৈরি টিকা ব্রাজিলে পৌঁছল৷‘‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য় আগেই জানিয়ে দিয়েছেন, করোনা মোকাবিলায় এবং মানবিকতার স্বার্থে ভারতের তৈরি টিকা সর্বত্রই ব্য়বহার করা হবে৷

ABOUT THE AUTHOR

...view details