ইয়াংগন (মায়ানমার), 13 ফেব্রুয়ারি : মায়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে গণ আন্দোলনের আজ দ্বিতীয় সপ্তাহ ৷ আন্দোলকারী এবং সামরিক সরকার কোনও পক্ষই আলোচনায় বসে মুখোমুখি সংঘাত থেকে বিরত থাকার লক্ষণ দেখাচ্ছে না ৷
মায়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াংগনের হ্লেডেন মোড়ে আবারও জমায়েত করেছিল ৷ একাধিক জায়গা থেকে মিছিল করে তারা সেখানে জড়ো হয় ৷ এমনকি অ্যামেরিকা এবং চিনের দূতাবাসের সামনে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন ৷ পাশাপাশি, মায়ানমারের দ্বিতীয় বড় শহর মান্ডালায়াতে আইনজীবীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করে ৷ প্রসঙ্গত, গত নভেম্বরে মায়ানমার হওয়া নির্বাচনে জালিয়াতির অভিযোগে আং সান সু চি ও তাঁর দলের অন্যান্য নেতাদের আটক করে সেনা ৷ তাঁরা সবাই সেনার নজরবন্দি হয়ে রয়েছেন ৷