পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ভারত-পাকিস্তানের উত্তেজনা এখন অনেকটাই কম : ট্রাম্প - Pakistan "Less Heated"

ভারত-পাকিস্তান সম্পর্ক এখন অনেকটাই ঠিকঠাক । দু'সপ্তাহ আগেও যেভাবে হুমকি, হুঁশিয়ারির পালা চলছিল তা কম হয়েছে । সাংবাদিকদের বললেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

ফাইল ফোটো

By

Published : Sep 10, 2019, 6:26 AM IST

ওয়াশিংটন, 10 সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান সম্পর্ক এখন অনেকটাই ঠিকঠাক । দু'সপ্তাহ আগেও যেভাবে হুমকি, হুঁশিয়ারির পালা চলছিল তা কম হয়েছে । হোয়াইট হাউজ়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

26 অগাস্ট ফ্রান্সে G7 সম্মেলন চলাকালীন কথা হয়েছিল ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির । সেইসময় উঠে আসে কাশ্মীর প্রসঙ্গ । মোদি স্পষ্ট করে বুঝিয়ে দেন, কাশ্মীর অভ্যন্তরীণ ইশু । তাই, এবিষয়ে অন্য কারোর নাক না গলানোই ভালো । ট্রাম্পও সহমত হন ।

এরপর গতকাল হোয়াইট হাউজ়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের একটা দ্বন্দ্ব চলছে । আমার মনে হয়, এখন পরিস্থিতি অনেকটাই শান্ত । উত্তেজনাও কম ।"

5 অগাস্ট কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয় । তারপরই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকে । পাকিস্তান, চিনের সাহায্য নিয়ে ভারতকে আন্তর্জাতিক মহলে চাপে ফেলতে সচেষ্ট ছিল । কিন্তু, লাভের লাভ হয়নি । দিল্লি স্পষ্ট জানিয়ে দেয়, কাশ্মীর অভ্যন্তরীণ ইশু । তাই, অন্য কোনও পক্ষের নাক গলানো মেনে নেওয়া হবে না । এই ইশুতে একাধিকবার মধ্যস্থতা করতে চেয়েছেন ট্রাম্প । যদিও বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে, কারোর মধ্যস্থতাই মেনে নেওয়া হবে না । যদি কোনও সমস্যা হয় তাহলে দ্বিপাক্ষিক (ভারত-পাকিস্তান) আলোচনায় মেটানো হবে । এ বিষয়ে গতকাল ট্রাম্প ফের একবার বলেন, "আমার সঙ্গে দু'দেশের সম্পর্কই ভালো । ওরা যদি চায়, আমি সাহায্য করতে প্রস্তুত ।"

ABOUT THE AUTHOR

...view details