পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 26, 2021, 5:16 PM IST

ETV Bharat / international

taliban attack : আফগানিস্তানের মালিস্তানে 43 জন সাধারণ নাগরিককে হত্যা করল তালিবানরা

সম্প্রতি আফগান সরকারের তরফে জানানো হয়েছে, প্রায় শতাধিক সাধারণ মানুষকে কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক জেলায় গুলি করে হত্যা করা হয়েছে ৷ আফগান স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার কথা স্বীকার করেছেন ৷ আর এর জন্য তিনি তালিবান জঙ্গিদের দায়ী করেছেন ৷

taliban-terrorists-kill-43 Civilian-in-malistan-district-of-afghanistan
আফগানিস্তানের মালিস্তানে 43 জন সাধারণ নাগরিককে হত্যা করল তালিবানরা

গজনি (আফগানিস্তান), 26 জুলাই : আফগানিস্তানের গজনিতে 43 জন সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলি করে হত্যা করল তালিবান জঙ্গিরা ৷ একই ধরনের ঘটনা আফগানিস্তানের আরও অন্যান্য রাজ্য়ে ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে ৷ জঙ্গিদের গুলিতে নিহতদের মধ্যে দু’জন স্থানীয় যুবক রয়েছেন ৷ তাঁদের বাবা জানিয়েছেন, পরিবার নিয়ে তাঁরা যাচ্ছিলেন ৷ সেই সময় তালিবান জঙ্গিরা হামলা চালায় ৷ তাঁরা কোনও সরকারি কর্মচারী বা সেনাকর্মী ছিলেন না ৷ তা সত্ত্বেও তাঁদের গুলি করে হত্যা করা হয়েছে ৷

মীনা নাদেরি নামে আফগানিস্তানের এক সমাজকর্মী জানিয়েছেন, তালিবান জঙ্গিরা মালিস্তান জেলায় প্রবেশ করার পরেই যুদ্ধাপরাধে সামিল হয়েছে ৷ যাঁরা কোনওভাবেই যুদ্ধের সঙ্গে জড়িত নন, তাঁদের হত্যা করা হচ্ছে ৷ তারা লোকজনের বাড়িতে হামলা চালাচ্ছে এবং তাঁদের সম্পত্তি লুঠ করে বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে ৷ তিনি আরও জানান, মালিস্তান জেলায় তালিবান জঙ্গিরা দোকানপাটেও লুঠ চালাচ্ছে এবং সেই সঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ৷ আফগান সেনার সঙ্গে তালিবান জঙ্গিদের যুদ্ধের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷

আরও পড়ুন :ইদের প্রার্থনার সময়ে কাবুলে প্রেসিডেন্টের বাসভবনের কাছে রকেট হামলা

সম্প্রতি আফগান সরকারের তরফে জানানো হয়েছে, প্রায় শতাধিক সাধারণ মানুষকে কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক জেলায় গুলি করে হত্যা করা হয়েছে ৷ আফগান স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার কথা স্বীকার করেছেন ৷ আর এর জন্য তিনি তালিবান জঙ্গিদের দায়ী করেছেন ৷ সাম্প্রতিক সময়ে তালিবান জঙ্গিরা আফগান সেনা এবং সাধারণ মানুষের উপর ব্যাপকভাবে হামলা চালাচ্ছে ৷ গত মে মাস থেকে তালিবানরা ইরান, উজবেকিস্তান, তাজাকিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলি দখল করে নিয়েছে ৷ আর বর্তমানে তাঁরা আফগানিস্তানের অন্তত 400টি জেলা নিজেদের দখলে নিয়ে নেওয়ার দাবি করেছে ৷ কিন্তু, যা বাস্তবে প্রায় অসম্ভব বলেই জানাচ্ছে আফগান প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details