গজনি (আফগানিস্তান), 26 জুলাই : আফগানিস্তানের গজনিতে 43 জন সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলি করে হত্যা করল তালিবান জঙ্গিরা ৷ একই ধরনের ঘটনা আফগানিস্তানের আরও অন্যান্য রাজ্য়ে ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে ৷ জঙ্গিদের গুলিতে নিহতদের মধ্যে দু’জন স্থানীয় যুবক রয়েছেন ৷ তাঁদের বাবা জানিয়েছেন, পরিবার নিয়ে তাঁরা যাচ্ছিলেন ৷ সেই সময় তালিবান জঙ্গিরা হামলা চালায় ৷ তাঁরা কোনও সরকারি কর্মচারী বা সেনাকর্মী ছিলেন না ৷ তা সত্ত্বেও তাঁদের গুলি করে হত্যা করা হয়েছে ৷
মীনা নাদেরি নামে আফগানিস্তানের এক সমাজকর্মী জানিয়েছেন, তালিবান জঙ্গিরা মালিস্তান জেলায় প্রবেশ করার পরেই যুদ্ধাপরাধে সামিল হয়েছে ৷ যাঁরা কোনওভাবেই যুদ্ধের সঙ্গে জড়িত নন, তাঁদের হত্যা করা হচ্ছে ৷ তারা লোকজনের বাড়িতে হামলা চালাচ্ছে এবং তাঁদের সম্পত্তি লুঠ করে বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে ৷ তিনি আরও জানান, মালিস্তান জেলায় তালিবান জঙ্গিরা দোকানপাটেও লুঠ চালাচ্ছে এবং সেই সঙ্গে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ৷ আফগান সেনার সঙ্গে তালিবান জঙ্গিদের যুদ্ধের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷