কাবুল, 31 অগস্ট : পাকাপাকিভাবে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিল তালিবান ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ুসেনার শেষ বিমান কাবুল বিমানবন্দরের মাটি ছাড়তেই বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করে তালিবান জঙ্গিরা ৷ সেই সঙ্গেই দীর্ঘ 20 বছর ধরে তালিবানের সঙ্গে চলা যুদ্ধের সমাপ্তি ঘটল ৷ তবে, মার্কিন বায়ুসেনার বিমান কাবুল ছাড়লেও, বিমানবন্দরের বাইরে দেশ ছাড়ার অপেক্ষায় একাধিক আফগান নাগরিক এখনও ভিড় করে রয়েছেন ৷ তালিবান জঙ্গিরা তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে শুরু করেছে ৷ পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র-সহ তালিবান জঙ্গিরা হামিদ কারজাই বিমানবন্দরে হ্যাঙ্গারে প্রবেশ করেছে ৷ সেখান রাখা সাতটি সিএইচ-46 হেলিকপ্টারের দখল নিয়েছে তালিবান ৷
পরবর্তী সময় নিজেদের আধিপত্য কায়েমের প্রমাণ হিসেবে তালিবান নেতাদের রানওয়ে দিয়ে হাঁটতেও দেখা গিয়েছে ৷ সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্টও করা হয়েছে ৷ প্রসঙ্গত, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের দখল নিয়েছে তালিবানের উচ্চমানের প্রশিক্ষণ প্রাপ্ত বদর ইউনিট ৷ মার্কিন সেনা কাবুল ছাড়ার পর তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিয়ো-তে জানিয়েছে, ‘‘বিশ্বের এবার শিক্ষা নেওয়া উচিত এবং এটা জয়ের আনন্দ উপভোগ করার মুহূর্ত ৷’’ পরে কাবুল বিমানবন্দরে দাঁড়িয়ে তালিবানের ওই মুখপাত্র আল জাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে, কাবুল সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে ৷
আরও পড়ুন :Taliban celebration: 20 বছরের সেনা অভিযান শেষ, শূন্যে গুলি ছুড়ে উল্লাস তালিবানের