পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Taliban : দখলদার মুক্ত আফগানিস্তান, মার্কিন সেনা কাবুল ছাড়তেই ঘোষণা তালিবানের - taliban

মার্কিন বায়ুসেনা কাবুল ছাড়তেই উল্লাসে মেতে উঠল তালিবান ৷ কাবুল বিমানবন্দরে প্রবেশ করে সেখানে সামরিক বিমান ও চপারের হ্যাঙ্গারের দখল নিল তালিবানের বদর বাহিনী ৷ সেই সঙ্গে দীর্ঘ 20 বছরের পর আফগানিস্তান দখলদার মুক্ত এবং স্বাধীন হল বলে ঘোষণা করল তালিবানের শীর্ষ নেতৃত্ব ৷

taliban-take control-over-kabul-airport-after-us troop-withdrawal
‘‘দখলদার মুক্ত আফগানিস্তান’’, মার্কিন সেনা কাবুল ছাড়তেই ঘোষণা তালিবানের

By

Published : Aug 31, 2021, 3:00 PM IST

কাবুল, 31 অগস্ট : পাকাপাকিভাবে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিল তালিবান ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ুসেনার শেষ বিমান কাবুল বিমানবন্দরের মাটি ছাড়তেই বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করে তালিবান জঙ্গিরা ৷ সেই সঙ্গেই দীর্ঘ 20 বছর ধরে তালিবানের সঙ্গে চলা যুদ্ধের সমাপ্তি ঘটল ৷ তবে, মার্কিন বায়ুসেনার বিমান কাবুল ছাড়লেও, বিমানবন্দরের বাইরে দেশ ছাড়ার অপেক্ষায় একাধিক আফগান নাগরিক এখনও ভিড় করে রয়েছেন ৷ তালিবান জঙ্গিরা তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে শুরু করেছে ৷ পাশাপাশি অত্যাধুনিক অস্ত্র-সহ তালিবান জঙ্গিরা হামিদ কারজাই বিমানবন্দরে হ্যাঙ্গারে প্রবেশ করেছে ৷ সেখান রাখা সাতটি সিএইচ-46 হেলিকপ্টারের দখল নিয়েছে তালিবান ৷

পরবর্তী সময় নিজেদের আধিপত্য কায়েমের প্রমাণ হিসেবে তালিবান নেতাদের রানওয়ে দিয়ে হাঁটতেও দেখা গিয়েছে ৷ সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্টও করা হয়েছে ৷ প্রসঙ্গত, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের দখল নিয়েছে তালিবানের উচ্চমানের প্রশিক্ষণ প্রাপ্ত বদর ইউনিট ৷ মার্কিন সেনা কাবুল ছাড়ার পর তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিয়ো-তে জানিয়েছে, ‘‘বিশ্বের এবার শিক্ষা নেওয়া উচিত এবং এটা জয়ের আনন্দ উপভোগ করার মুহূর্ত ৷’’ পরে কাবুল বিমানবন্দরে দাঁড়িয়ে তালিবানের ওই মুখপাত্র আল জাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে, কাবুল সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে ৷

তালিবানের নিয়ন্ত্রণাধীন আফগানিস্তান

আরও পড়ুন :Taliban celebration: 20 বছরের সেনা অভিযান শেষ, শূন্যে গুলি ছুড়ে উল্লাস তালিবানের

জাবিউল্লাহ মুজাহিদ ওই সাক্ষাৎকারে জানিয়েছে, ‘‘এখানে কাবুল ও তার নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনও চিন্তা নেই ৷’’ কাবুল বিমানবন্দরের দখল নেওয়ার পর তালিব জঙ্গিদের বিমানবন্দরের বাউন্ডারিতে তালিবানের সাদা পতাকা লাগাতে দেখা গিয়েছে ৷ তবে, সেইসঙ্গে বিমানবন্দরের ভিতরে একাধিক ব্যাগ, জুতো এবং জামাকাপড় পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ যা দেশ ছেড়ে পালানোর সময় আফগান নারগিকরা সেখানেই ফেলে রেখে গিয়েছেন ৷ এমনকি যাঁদের বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয়েছে, তাঁদের জিনিসপত্রও সেখানে পড়ে রয়েছে ৷

আরও পড়ুন : US Airstrike : কাবুলে মার্কিন বিমান হানায় শিশু-সহ 10 জন নিহত

লগার প্রদেশের বিমানবন্দরের দায়িত্বে থাকা তালিবানের এক জঙ্গি জানিয়েছে, ‘‘20 বছর পর আমরা আমেরিকাকে হারিয়েছি ৷ ওরা পালিয়েছে, এবার আমাদের দেশ স্বাধীন ৷ আমরা যা চাইতাম তা হয়েছে ৷ আমরা শরিয়ত আইন, শান্তি এবং স্থিতাবস্থা চাই ৷’’ প্রায়ই একই বক্তব্য শোনা গিয়েছে, কাতারে তালিবানের রাজনৈতিক দফতর থেকে দেওয়া বার্তায় ৷ সেখানে মহম্মদ নৈইম নামে এক তালিবান মুখপাত্র জানিয়েছে, ‘‘ঈশ্বরকে ধন্যবাদ, সকল দখলকারীরা আমাদের দেশ ছেড়ে সম্পূর্ণভাবে ফিরে গিয়েছে ৷ এই জয় ঈশ্বর আমাদের দিয়েছেন ৷ এটা সকল মুজাহিদিন এবং নেতাদের 20 বছরের বলিদানের ফল ৷ বহু মুজাহিদিন তাঁদের জীবনের বলি দিয়েছেন এর জন্য ৷’’

ABOUT THE AUTHOR

...view details