নয়াদিল্লি, 19 অগস্ট: কাবুল (Kabul) দখল করার পর ভারতের সঙ্গে যাবতীয় আমদানি-রফতানি বন্ধ (Imports and Exports Stopped) করে দিল তালিবান (Taliban)৷ ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন (Federation of Indian Export Organisation)-এর ডিরেক্টর জেনারেল (Director General) ড. অজয় সহায় (Dr Ajay Sahai) জানিয়েছেন, পাকিস্তানের স্টানজিট রুট (Transit Routes of Pakistan) দিয়ে মালবাহী জাহাজের যাতায়াত বন্ধ করে দিয়েছে তালিবান ৷ তার ফলে বন্ধ হয়েছে আমদানি ও রফতানি ৷
এফআইইও (FIEO)-র ডিজি সহায়ের কথায়, "আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতির উপর আমরা প্রতিনিয়ত নজর রাখছি ৷ সেখান থেকে দ্রব্য আমদানি হয় পাকিস্তানের ট্রানজিট রুটের মধ্যে দিয়ে ৷ আপাতত পাকিস্তানে মালবাহী জাহাজের যাতায়াত বন্ধ রেখেছে তালিবান ৷ তার ফলে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে রয়েছে আমদানি ও রফতানি ৷"
আরও পড়ুন:Jaishankar at UNSC: দেশবাসীকে নিরাপদ অবস্থায় ফিরিয়ে আনাই ভারতের প্রধান লক্ষ্য, জানিয়ে দিলেন জয়শঙ্কর
আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের ৷ সে দেশে বড় মাত্রায় বিনিয়োগ রয়েছে দিল্লির ৷ এ ব্যাপারে সহায় জানিয়েছেন, "আমরা আফগানিস্তানের অন্যতম বৃহত্তম পার্টনার ৷ 2021 সালে আফগানিস্তানে আমরা 835 মিলিয়ন ডলারের জিনিস রফতানি করেছি ৷ আর এই বছর সে দেশ থেকে আমরা আমদানি করেছি 510 মিলিয়ন ডলারের জিনিস ৷ তবে বাণিজ্যের বাইরেও আফগানিস্তানে আমাদের প্রচুর বিনিয়োগ রয়েছে ৷ আফগানিস্তানে আমরা প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছি ৷ সেখানে রয়েছে আমাদের প্রায় 400টি প্রকল্প, যার মধ্যে কয়েকটির কাজও শুরু হয়ে গিয়েছে ৷"
আরও পড়ুন:Afghanistan : আফগান সেনার জন্য খরচ করা কয়েক বিলিয়ন ডলারে লাভ হয়েছে তালিবানদেরই