পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

UNSC Drops Taliban: লোকসঙ্গীত শিল্পীকে হত্যা, সন্ত্রাস বিবৃতি থেকে তালিবান বাদ দিল রাষ্ট্রসংঘ - আফগানিস্তান

আফগানিস্তানের (Afghanistan) আন্দারাবের এক লোকসঙ্গীত শিল্পীকে হত্যা (Taliban Kill Singer) করল তালিবান ৷ এদিকে, কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর দেওয়া বিবৃতি থেকে রাতারাতি তালিবান কথাটা বাদ দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC) ৷

Taliban kill singer in Afghanistan's Andarab, UNSC drops Taliban reference from statement on 'terror'
লোকসঙ্গীত শিল্পীকে হত্যা, সন্ত্রাস বিবৃতিতে তালিবানকে বাদ দিল রাষ্ট্রসংঘ

By

Published : Aug 29, 2021, 8:05 PM IST

কাবুল, 29 অগস্ট : আফগানিস্তানে (Afghanistan) তালিবানের (Taliban) 'সুস্থ' সরকার গঠনের প্রতিশ্রুতি যে কথার কথা, ফের তার প্রমাণ মিলল ৷ কাবুল বিমানবন্দরে (Kabul Airport) বিস্ফোরণের চারদিন পর আজ ফের বিস্ফোরণ হয় কাবুলে ৷ এদিকে, আন্দারাব এলাকার এক লোকসঙ্গীত শিল্পীকে গুলি করে হত্যা (Taliban Kill Singer) করেছে এই জঙ্গি সংগঠন ৷ তবে তালিবানকে এ বার পরোক্ষে বার্তা দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC) ৷ কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পর নিরাপত্তা পরিষদ সন্ত্রাস নিয়ে যে বিবৃতি দিয়েছিল, রাতারাতি তা থেকে তালিবান কথাটা বাদ দেওয়া হয়েছে ৷ সেই বিবৃতির নীচে আবার স্বাক্ষর রয়েছে ভারতের ৷ কারণ অগস্ট মাসের জন্য ভারতই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ৷

গত 16 অগস্ট আফগানিস্তান নিয়ে জারি করা বিবৃতিতে নিরাপত্তা পরিষদ লিখেছিল, "কোনও দেশে সন্ত্রাসবাদীরা সক্রিয় থাকলে তালিবান বা অন্য কোনও আফগান দল বা কোনও ব্যক্তির তাতে সমর্থন দেওয়া উচিত না ৷" তবে বিবৃতির এই তালিবান কথাটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে ৷ অবসরপ্রাপ্ত কূনীতিক তথা রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরুদ্দিন এ প্রসঙ্গে টুইটে লিখেছেন, "কূটনীতিতে এক পক্ষকাল একটা দীর্ঘ সময়...টি শব্দটি চলে গিয়েছে ৷ 16 অগস্ট ও 27 অগস্ট রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দুটি বিবৃতির চিহ্নিত অংশের তফাৎ লক্ষ্য করুন ৷" একথা লিখে বিবৃতি দুটিও তাঁর পোস্টের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছেন আকবরুদ্দিন ৷

আরও পড়ুন:Kabul Rocket Strike : ফের বিস্ফোরণ, কাবুল বিমানবন্দরে কাছেই রকেট হামলা

আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনছে দিল্লি ৷ তবে তালিবানের সঙ্গে সরকার যোগাযোগ রাখছে কি না, এই নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরকে প্রশ্ন করা হলে তার স্পষ্ট কোনও জবাব তিনি দেননি ৷ যদিও ভারত-সহ অন্যান্য দেশের সঙ্গে ভাল দ্বিপাক্ষিক সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছে তালিবান ৷

আরও পড়ুন :Afghan Refugees : তালিবান শাসিত আফগানিস্তান ছাড়তে পারে 5 লক্ষ আফগান

এরই মধ্যে, স্থানীয় সংবাদমাধ্যম আসভাকা নিউজ আজ তালিবানের হাতে এক লোকসঙ্গীত শিল্পীর মৃত্যুর খবর জানিয়েছে ৷ আফগানিস্তানের প্রাক্তন অন্তর্বর্তী মন্ত্রী মাসুদ আন্দারাবিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় আন্দারাব গায়ক ফাওয়াদ আন্দারাবিকে হত্যা করেছে তালিবান ৷ দেশজুড়ে তালিবান হত্যালীলা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেন মাসুদ আন্দারাবি ৷

ABOUT THE AUTHOR

...view details