বার্লিন, 20 অগস্ট : আফগানিস্তানে (Afghanistan) এক সাংবাদিকের খোঁজে গিয়ে তাঁকে না-পেয়ে তাঁর এক আত্মীয়কে হত্যা (Journalist's Relative Killed) করল তালিবান (Taliban) ৷ অপর এক আত্মীয় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি ৷ বাকিরা কোনওক্রমে পালিয়ে বেঁচেছেন ৷ জার্মানির জাতীয় সম্প্রচার সংস্থা (German Public Broadcaster) এ কথা জানিয়েছে ৷ আফগানিস্তানে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের যে কতটা বিপন্ন অবস্থা, এই ঘটনা তারই প্রমাণ বলে দাবি তাদের ৷
ডইচে ওয়েলের (DW) সেই সাংবাদিকের খোঁজে বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালাচ্ছে তালিবান ৷ তবে তিনি বর্তমানে জার্মানিতে কর্মরত বলে জানিয়েছে ডিডব্লিউ ৷ কিন্তু সাংবাদিককে খুঁজে না-পেয়ে তালিবান তাঁর আত্মীয়দের লক্ষ করে গুলি চালায় বলে দাবি করেছে জার্মান সম্প্রচার সংস্থা ৷ সাংবাদিকের একজন আত্মীয়ের মৃত্যু হয়েছে আর অপর এক আত্মীয়ের অবস্থা আশঙ্কাজনক ৷ বাকিরা পালাতে সক্ষম হয়েছেন ৷ তবে এই ঘটনার সবিস্তার এখনও জানা যায়নি ৷
আরও পড়ুন:Taliban: কান্দহার-হেরাটে বন্ধ ভারতীয় কনস্যুলেটে হানা তালিবানের, নথির খোঁজে তল্লাশি
ডিডব্লিউ-এর ডিরেক্টর জেনারেল পিটার লিমবার্গ (Peter Limbourg) এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তিনি বলেছেন, "আমাদের একজন সম্পাদকের আত্মীয়কে তালিবান যে ভাবে হত্যা করেছে তা অকল্পনীয়, অত্যন্ত দুঃখের ৷ এর থেকেই বোঝা যায় আফগানিস্তানে আমাদের যে কর্মীরা ও তাঁদের পরিবার রয়েছে, তাঁরা কতটা বিপদের মধ্যে রয়েছে ৷ এর থেকে বোঝা যায় যে, তালিবান সংগঠিতভাবে কাবুল ও অন্যান্য প্রদেশের সাংবাদিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷ আমাদের হাতে সময় একেবারে নেই ৷" ডিডব্লিউ-এর আরও অন্তত তিনজন সাংবাদিকের বাড়িতে তালিবান হানা দিয়েছে বলেও দাবি করেন তিনি ৷ তাঁদের সংস্থার আফগান কর্মীদের সাহায্যে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য জার্মান সরকারের কাছে আবেদন জানিয়েছে ডিডব্লিউ ও অন্যান্য জার্মান সংবাদমাধ্যমগুলি ৷