পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Taliban : অপহরণ ! কাবুল বিমানবন্দরে অপেক্ষারত ভারতীয়দের তুলে নিয়ে গেল তালিবান : সূত্র

আফগানিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে ৷

By

Published : Aug 21, 2021, 12:53 PM IST

Updated : Aug 21, 2021, 1:46 PM IST

Taliban
Taliban

কাবুল, 21 অগস্ট : কাবুল বিমানবন্দর থেকে প্রায় 150 জনকে অপরহণ করল তালিবানরা ৷ তার মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক ৷ আফগানিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা যাচ্ছে ৷ দেশে ফেরার জন্য কাবুল বিমানবন্দরের কাছে অপেক্ষা করছিলেন ভারতীয় নাগরিকরা ৷ সেখান থেকে তাঁদের অপহরণ করে তালিবানরা ৷

আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এবং সাংবাদিকরা এই খবর টুইট করেছেন ৷ তাঁরা জানাচ্ছেন, 100 থেকে 150 জন মানুষ অপহৃত হয়েছেন ৷ এবং তাঁদের মধ্যে বেশিরভাগই ভারতীয় নাগরিক ৷ আজ সকালে ভারতীয় বায়ুসেনার C-130J বিমান কাবুল বিমানবন্দর থেকে 85 জন ভারতীয়কে নিয়ে তাজিকিস্তানে উড়ে যায় ৷ বিমানটি তাজিকিস্তানে নিরাপদে ল্যান্ড করেছে ৷ বেশিরভাগ ভারতীয়কে কাবুল থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল ৷ আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ভারতীয় বায়ুসেনার C-130J বিমান উড়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে এই অপরহণের ঘটনা ঘটে ৷ কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন ওই ভারতীয়রা ৷

যদিও অপহরণের বিষয়টি অস্বীকার করেছে তালিবানরা ৷ তালিবানদের মুখপাত্র আহমাদুল্লাহ ওয়াস্ক আফগান সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর অস্বীকার করেছে ৷ তাঁর বক্তব্য, কাবুল বিমানবন্দরের বাইরে আমাদের পাহারা রয়েছে ৷ বিমানবন্দরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে ৷ কাউকে অপহরণ করা হয়নি ৷

আরও পড়ুন : Taliban defeat : আফগানিস্তানের তিনটি জেলায় হার, পিছু হঠছে তালিবানরা ?

আফগানিস্তান থেকে ভারতীয় দূতাবাসের বেশিরভাগ কর্মীকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে ৷ তার মধ্যে 1000 জনের মতো নাগরিক এখনও আফগানিস্তানের বিভিন্ন শহরে আটকে রয়েছেন ৷ যুদ্ধবিধ্বস্ত দেশে এমন কঠিন পরিস্থিতির তাঁদের খুঁজে বের করাটাই চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে ৷ কাবুলের একটি গুরুদ্বারায় আশ্রয় নিয়েছেন 200 জন শিখ এবং হিন্দু ভারতীয় নাগরিক ৷

Last Updated : Aug 21, 2021, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details