পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Taliban Captures Kabul : বিমানবন্দরে গুলির শব্দ ! বাচ্চা কোলে প্রাণভয়ে ছুটছেন মানুষ - Taliban

রবিবার সারাদিন ধরেই আতঙ্কের মধ্যে কাটিয়েছেন বেশিরভাগ আফগান ৷ আতঙ্কের মধ্যে অনেকেই কাবুল বিমানবন্দরে ছুটে এসেছেন ৷ দেশ ছেড়ে পালানোর এটাই শেষ পথ তাঁদের কাছে ৷ দেশের বাইরে যাওয়ার আর সমস্ত রাস্তা আপাতত তালিবানের দখলে ৷

Taliban firing at kabul airport
Taliban firing at kabul airport

By

Published : Aug 16, 2021, 7:16 AM IST

কাবুল, 16 অগস্ট : থেকে থেকে শোনা যাচ্ছে গুলির শব্দ ৷ প্রাণভয়ে কয়েকশো মানুষ ছুটছেন ৷ বাচ্চা, বুড়ো, মহিলা সবই রয়েছেন তাঁদের মধ্য়ে ৷ কাবুল বিমানবন্দরের বাইরে এমনই ভয়াবহ ছবি ধরা পড়েছে ৷ রবিবারই আফগানিস্তানের দখল নেয় তালিবান ৷ দেশ ছেড়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট আসরাফ গনি ৷ তারপরই যত দ্রুত সম্ভব আফগানিস্তান ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে ভিড় জমায় মানুষ ৷ রবিবার রাতের দিকে কাবুল বিমানবন্দরের বাইরে গুলির শব্দ শোনা যায় ৷ প্রাণভয়ে ছুটতে থাকেন মানুষ ৷

আফগানিস্তানে চলতে থাকা এই অস্থির পরিস্থিতির জেরে আরও অন্যান্য রাষ্ট্রও তাঁদের নাগরিক এবং কূটনীতিকদের দেশে ফেরাতে শুরু করেছে ৷ রবিবার রাতেও সেই প্রক্রিয়া চলছিল ৷ তার মধ্যে গুলি গোলা ছোড়া শুরু হয় ৷ আতঙ্কে কাঁটা হয়ে যান তাঁরা ৷ অনেকে হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয়েছেন ৷ কাবুল বিমানবন্দরের টারম্যাকে প্রচুর মানুষ ব্যাগপত্র নিয়ে অপেক্ষা করছেন ৷ তাদের মধ্যে প্রচুর মহিলা ও বাচ্চা রয়েছে ৷ কারও কাছে টিকিট নেই, ভিসা নেই ৷

তালিবানদের ভয়ে আতঙ্কিত আফগানদের দেখে কাবুল শান্তি ফোরামের প্রতিষ্ঠাতা শরিফ শফি সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, "আজ পরিস্থিতি বদলে গিয়েছে ৷ পুরো শহর নিস্তব্ধ ৷ সবাই আতঙ্কিত ৷ দুপুর নাগাদ আমরা শুনতে পাই কাবুল শহরে ঢুকে পড়েছে ওরা (তালিবান) ৷" তাঁর কথায়, "সেই দুপুর থেকে আমি যেখানে থাকি সেখানে গুলি চলেছে ৷ সাধারণ মানুষ বিধ্বস্ত হয়ে পড়েছে ৷ অদ্ভুত একটা পরিস্থিতি ৷ যে সরকারকে আফগানিস্তানের অধিকাংশ মানুষ সমর্থন করত তারাই আজ ক্ষমতায় নেই ৷ আশা করব আর কোনও রক্তপাত বা ধ্বংসলীলা হবে না ৷"

আরও পড়ুন :Afghanistan : কাবুল থেকে 129 ভারতীয়কে নিয়ে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

রবিবার সারাদিন ধরেই আতঙ্কের মধ্যে কাটিয়েছেন বেশিরভাগ আফগান ৷ আতঙ্কের মধ্যে অনেকেই কাবুল বিমানবন্দরে ছুটে এসেছেন ৷ দেশ ছেড়ে পালানোর এটাই শেষ পথ তাঁদের কাছে ৷ দেশের বাইরে যাওয়ার আর সমস্ত রাস্তা আপাতত তালিবানের দখলে ৷ তালিবান যোদ্ধারা আপাতত দেশের প্রতিটি সীমান্ত দখল করে রেখেছে ৷ এদিন তারা জালালাবাদ দখল করার পরই দূতাবাসের কাছে হেলিকপ্টার শাটল ফ্লাইট শুরু হয় ৷

গতকাল রাতে কাবুল থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন এমন এক মহিলা দিল্লি এয়ারপোর্টে নেমে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন ৷ আতঙ্কিত ওই মহিলা বলেন, "আমি বিশ্বাস করতে পারছি না যে গোটা বিশ্ব আফগানিস্তানকে এভাবে ত্যাগ করল ৷ আমাদের বন্ধু-পরিজনরা খুন হতে চলেছেন সেখানে ৷ তারা (তালিবান) আমাদের হত্যা করবে এবার ৷ আমাদের মহিলাদের আর কোনও অধিকার থাকবে না ৷"

ইতিমধ্যেই আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তালিবানরা ৷ শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পর তালিবান সরকারের অন্তর্বর্তী প্রধান হবেন আলি আহমেদ জালালি ৷

ABOUT THE AUTHOR

...view details