কাবুল, 18 অগস্ট : আফগানিস্তানে সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিল তালিবানের শীর্ষ নেতৃত্ব ৷ জঙ্গি সংগঠন তালিবানের কমান্ডার তথা হক্কানি জঙ্গি সংগঠনের নেতা আনাস হক্কানি প্রাক্তন আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাই এবং আব্দুলাহ আব্দুলাহ’র সঙ্গে বৈঠকে বসেছেন ৷ তালিবান সরকার গঠনের জন্য তাঁদের সঙ্গে ওই জঙ্গি নেতা বৈঠক করছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টোলো নিউজ ৷
তালিবানের তরফে জানানো হয়েছে, আজকের ওই বৈঠকে হামিদ কারজাইয়ের সঙ্গে পুরাতন সরকারের শান্তিদূত হিসেবে আব্দুল্লাহ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, তালিবানের কাবুল দখলে এই হক্কানি নেটওয়ার্কের জঙ্গি সংগঠন প্রধান ভূমিকা নিয়েছে ৷ এই জঙ্গি সংগঠন মূলত পাকিস্তানের সীমান্ত এলাকায় সবচেয়ে শক্তিশালী এবং আফগানিস্তানে বড় নাশকতামূলক হামলার পিছনে এই তালিবানের এই হক্কানি নেটওয়ার্ক যুক্ত ছিল ৷
অন্যদিকে, আফগানিস্তানে তালিবানি শাসনকে পুরোদমে কায়েম করতে, মঙ্গলবার কান্দাহার পৌঁছান তালিবানের ডেপুটি লিডার মোল্লা আব্দুল গনি বারাদর ৷ দোহায় তালিবানের রাজনৈতিক দফতরের সদস্য মৌলবি খাইরুল্লা খাইরখওয়া এ কথা জানিয়েছেন ৷ তাঁর কথায়, মোল্লা আব্দুল গনি বারাদর সহ মোট 8 জন তালিবানি শীর্ষ নেতা মঙ্গলবার কাতার থেকে কান্দাহার পৌঁছে গিয়েছেন ৷ তাঁরা সেখান থেকে কাবুল যাবেন এবং তালিবানি রাজ স্থাপনের প্রক্রিয়া শুরু করবে ৷
আরও পড়ুন : Zabihullah Mujahid : নারীরা কাজ করতে পারবে, তবে ইসলামিক আইন মেনে; জানালেন তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ