পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Taliban capture : নিমরোজও দখল তালিবানদের, দেশ ছেড়ে পালানোর হিড়িক আফগানবাসীর

মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান ছাড়ার 1 মাসের মধ্যেই পুরো পরিস্থিতিটা বদলে গিয়েছে ৷ আশঙ্কা সত্যি করে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে আক্রমণ চালিয়ে একে একে নিজেদের শাসন কায়েম করছে তালিবান গোষ্ঠী ৷ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে পুরুষ-নারী, শিশু সকলে ৷

তালিবান
তালিবান

By

Published : Aug 7, 2021, 4:25 PM IST

কাবুল, 7 অগস্ট : একে একে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের দখল নিচ্ছে তালিবানরা ৷ শুক্রবার তারা আফগানিস্তান-ইরান সীমান্তে (Afgfhanistan-Iran) নিমরোজ প্রদেশ (Nimroz province) কব্জা করে ৷ স্থানীয় সংবাদসূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে নিমরোজের রাজধানী জারানজ় (Zaranj) আক্রমণ করে তালিবানরা ৷ শহরের বিভিন্ন অঞ্চলে সরকারি সম্পত্তি লুঠ করে ৷ এমনকি দখল নিয়েছে শেবেরঘানেরও (Sheberghān) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিমরোজে কনক জেলায় (Kanak district) তালিবান গোষ্ঠী 30 জন আফগান সেনাকে নির্মম ভাবে হত্যা করেছে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছে দু'তরফের আক্রমণ-প্রতিআক্রমণে প্রাণ হারিয়েছে সেনারা ৷ নিমরোজের এক বাসিন্দা জানিয়েছেন, শ'য়ে শ'য়ে মহিলা শিশু ইরানের সীমান্ত পার করার জন্য রওনা দিয়েছেন ৷ এরই মধ্যে জারানজ়-এর পুলিশ সদর দফতরে দু'টি বিস্ফোরণ হয়েছে ৷

আরও পড়ুন : Taliban killed : আফগান বাহিনীর অভিযানে খতম 254 তালিবান, জখম 97

তালিবানের আফগানিস্তান দখলকে ‘বিপজ্জনক সন্ধিক্ষণ’ (dangerous turning point) বলে উল্লেখ করেছেন আফগানিস্তানে রাষ্ট্রপুঞ্জের বিশেষ প্রতিনিধি (United Nations Special Representative for Afghanistan) ডেবোরাহ লায়নস (Deborah Lyons) ৷ শুধুমাত্র গত একমাসে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ৷ মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছে, একমাসও পূর্ণ হয়নি ৷ এর মধ্যেই দেশজুড়ে ধ্বংসলীলা চালাচ্ছে তালিবান ৷ কাতারের (Qatar) রাজধানী দোহায় (Doha) আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনা নিয়ে বৈঠক চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details