কাবুল, 7 অগস্ট : একে একে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের দখল নিচ্ছে তালিবানরা ৷ শুক্রবার তারা আফগানিস্তান-ইরান সীমান্তে (Afgfhanistan-Iran) নিমরোজ প্রদেশ (Nimroz province) কব্জা করে ৷ স্থানীয় সংবাদসূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে নিমরোজের রাজধানী জারানজ় (Zaranj) আক্রমণ করে তালিবানরা ৷ শহরের বিভিন্ন অঞ্চলে সরকারি সম্পত্তি লুঠ করে ৷ এমনকি দখল নিয়েছে শেবেরঘানেরও (Sheberghān) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিমরোজে কনক জেলায় (Kanak district) তালিবান গোষ্ঠী 30 জন আফগান সেনাকে নির্মম ভাবে হত্যা করেছে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছে দু'তরফের আক্রমণ-প্রতিআক্রমণে প্রাণ হারিয়েছে সেনারা ৷ নিমরোজের এক বাসিন্দা জানিয়েছেন, শ'য়ে শ'য়ে মহিলা শিশু ইরানের সীমান্ত পার করার জন্য রওনা দিয়েছেন ৷ এরই মধ্যে জারানজ়-এর পুলিশ সদর দফতরে দু'টি বিস্ফোরণ হয়েছে ৷