বার্লিন, 25 এপ্রিল : অর্থনীতির বেহাল দশার প্রতিবাদে " এম্পটি চেয়ার " প্রতিবাদ জার্মানিতে ৷ গতকাল কয়েক হাজার খালি চেয়ার দেখা গেল জার্মানির কয়েকটি স্মৃতিসৌধের সামনে ৷ কোরোনা ভাইরাস সংক্রমণের জেরে বিশেষ করে রেস্তরাঁ, হোটেল, অনুষ্ঠান সঞ্চালকদের অর্থনৈতিক ক্ষতির প্রতিবাদে এই " এম্পটি চেয়ার " প্রতিবাদ করা হল ৷
কোরোনায় অর্থনৈতিক মন্দা, " এম্পটি চেয়ার " প্রতিবাদ জার্মানিতে - Symbolic protest to highlight plight of ent industry
অর্থনৈতিক অবনমনের প্রতিবাদে " এম্পটি চেয়ার " প্রতিবাদ জার্মানিতে ৷ গতকাল কয়েক হাজার খালি চেয়ার দেখা গেল জার্মানির কয়েকটি মনুমেন্টের সামনে ৷ কোরোনা ভাইরাস সংক্রমণের জেরে বিশেষ করে রেস্তরাঁ, হোটেল, অনুষ্ঠান সঞ্চালকদের অর্থনৈতিক ক্ষতির প্রতিবাদে এই এম্পটি চেয়ার প্রতিবাদ করা হল ৷
গতকাল ড্রেসডেনের রাজধানী স্যাক্সোনে ওল্ড সেন্ট্রাল স্কোয়ারের সামনে এই প্রতিবাদ হয় ৷ প্রায় 1000 টিরও বেশি খালি চেয়ার রাখা হয়েছিল এখানে ৷
জার্মানিতে লকডাউনের চার সপ্তাহ পরে কয়েকটি ছোটো দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ তবে ইউরোপে এখনও কঠোর হাতে লকডাউন চালাচ্ছে প্রশাসন ৷ রেস্তরাঁ এখনও বন্ধ ৷ পায়নি খোলার অনুমতি ৷ জার্মান সরকার দুটি রেসকিউ প্যাকেজ ঘোষণা করেছে ৷ ছোটো ও মাঝারি ব্যবসা সংস্থাগুলির অর্থনৈতিক মান ফেরাতে এই দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে ৷ রেস্তরাঁগুলির VAT কমিয়ে 19% থেকে 7% করা হয়েছে ৷ যদিও একাধিক ব্যবসায়ীর মতে এই ব্যবস্থা পর্যাপ্ত নয় ৷