কলম্বো,29 ডিসেম্বর : দীর্ঘ নয় মাস পর জনসাধারণের জন্য খুলে গেল শ্রীলঙ্কা পর্যটন ক্ষেত্র ৷ গত মার্চ মাস থেকে কোরোনা ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে পড়ে বিভিন্ন দেশের পর্যটনশিল্প ৷ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসার পর ধীরে ধীরে খুলেছে বিভিন্ন দেশের পর্যটন ক্ষেত্রসমূহ ৷ অন্যথা ঘটেনি শ্রীলঙ্কা পর্যটন শিল্পের ক্ষেত্রেও ৷ সঙ্গে খোলা হচ্ছে শ্রীলঙ্কা দুটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও ৷ পর্যটকদের আকর্ষণের থাকছে পাইলট প্রজেক্ট ৷ ইউক্রেন থেকে গত সোমবার শ্রীলঙ্কা এসে পৌঁছেছেন প্রথম পর্যটক ৷ সম্ভবত প্রথম দফায় 186 জন পর্যটক 10 দিনের জন্য থাকবেন শ্রীলঙ্কা ৷
দীর্ঘ ন'মাস পর খুলল শ্রীলঙ্কা পর্যটনশিল্প - পাইলট প্রজেক্ট
গত মার্চ মাস থেকেই কোরোনার কারণে প্রভাবিত হয়েছে বিভিন্ন দেশের পর্যটন ক্ষেত্র ৷ বাদ পড়েনি শ্রীলঙ্কাও ৷ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসার পর খোলা হয় শ্রীলঙ্কা পর্যটনশিল্প ৷
নতুন পাইলট প্রজেক্টটির সুচনা হবে আগামী জানুয়ারী মাসের 24 তারিখ থেকে ৷ 2580 জন পর্যটকদের মধ্য়ে বেশিরভাগই আসবেন কমনওয়েলথ দেশ থেকেই ৷ কোরোনার জন্য শুরু থেকেই বিভিন্ন দেশের বিভিন্ন ক্ষেত্রে আর্থিক প্রভাব পড়েছে ৷ বিশেষভাবে প্রভাব পড়েছে পর্যটনভিত্তিক দেশগুলিতে ৷ যার মধ্যে পড়ে শ্রীলঙ্কাও ৷ অর্থনৈতিক মন্দার কারণে শ্রীলঙ্কার জিডিপি পড়েছে 5 শতাংশে ৷ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছাঁটাই করা হয়েছে যথাক্রমে আড়াইশো হাজার থেকে দুই লক্ষ পর্যন্ত কর্মী ৷
সরকারের তরফে প্রথম জানানো হয়েছিল, আগস্ট মাসের 1 তারিখ থেকেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে শ্রীলঙ্কা ৷ পরে কোরোনার ভয়াাবহতা বাড়ার কারণেই সরকারের সিদ্ধান্ত পিছিয়ে যায় ৷ এখনও পর্যন্ত শ্রীলংকায় কোরোনার কারনে মারা যায় 194ন জন এবং কোরোনা অ্যাক্টিভ 41602 জন ৷