পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Sputnik Light Booster : ওমিক্রন রুখতে অন্য ভ্য়াকসিনের কার্যকরী ক্ষমতা বাড়ায় স্পুটনিক লাইট বুস্টার - Sputnik Light booster effective against the Omicron

ওমিক্রনের মোকাবিলায় শক্তিশালী অ্যান্টিবডি তৈরির ক্ষমতা রয়েছে স্পুটনিক লাইট বুস্টার ডোজের, জানাল আরডিআইএফ (Sputnik V vaccine and the one-shot Sputnik Light booster effective against the Omicron variant, says RDIF) ৷

Sputnik Light booster
স্পুটনিক লাইট বুস্টার

By

Published : Dec 18, 2021, 8:59 AM IST

নয়াদিল্লি, 18 ডিসেম্বর : ওমিক্রন আটকাতে পারে স্পুটনিক-ভি আর একটা শটের স্পুটনিক লাইট, এমনটা জানা গিয়েছে গবেষণায় ৷ শুক্রবার রাশিয়ার 'রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড' (Russian Direct Investment Fund, RDIF) জানায়, গামালেয়া সেন্টার (Gamaleya Center) এটা দেখিয়ে দিয়েছে (Sputnik V vaccine and the one-shot Sputnik Light booster effective against the Omicron variant, says RDIF) ৷

একটি বিবৃতিতে আরডিআইএফ জানিয়েছে, স্পুটনিক লাইট হেটেরোলোগাস বুস্টিং ডোজ (Heterologous boosting) ৷ এর মধ্যে যে দ্রবণ রয়েছে, তা অন্য ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করে এবং অন্য ভ্যারিয়্যান্টগুলোর বিরুদ্ধে অনেক বেশি কার্যকরী ৷ এর সুরক্ষাও দীর্ঘ সময় ধরে থেকে যায় ৷ স্পুটনিক লাইট বুস্টার ডোজ উল্লেখযোগ্যভাবে ওমিক্রনের কাজ করার ক্ষমতাকে প্রশমিত করে ৷ পুনরায় ভ্যাকসিন নেওয়ার 2-3 মাস পরেও তা বজায় থাকে ৷ এটা বিশ্বজনীন বুস্টার ৷ এর মধ্য তুলনায় শক্তিশালী অ্যান্টিবডি থাকে ৷

আরও পড়ুন : Omicron in India : ভারতে ওমিক্রনের সেঞ্চুরি, দেশবাসীকে সতর্ক হওয়ার বার্তা কেন্দ্রের

ওমিক্রনের বিরুদ্ধে অন্য ভ্যাকসিনের প্রভাবকে শক্তিশালী করতে স্পুটনিক লাইট বুস্টার (Sputnik Light booster) যোগ্য, উল্লেখ করেছে আরডিআইএফ ৷ ডেল্টা আর ওমিক্রন ভ্যারিয়্যান্টের মোকাবিলায় অন্য ভ্যাকসিনগুলির কমতে থাকা ক্ষমতাকে পুনরুজ্জীবিত করবে স্পুটনিক লাইটের হেটেরোলোগাস বুস্টিং ৷ ইতিমধ্যে 20টিরও বেশি দেশ স্পুটনিক লাইট রেজিস্টার করেছে ৷ এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ইউএই, বাহারিন, ফিলিপাইন্স, স্যান মারিনো ৷ আর 71টি দেশের 400 কোটিরও বেশি জনসংখ্যা স্পুটনিক ভি-কে গ্রহণ করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details