নয়াদিল্লি, 18 ডিসেম্বর : ওমিক্রন আটকাতে পারে স্পুটনিক-ভি আর একটা শটের স্পুটনিক লাইট, এমনটা জানা গিয়েছে গবেষণায় ৷ শুক্রবার রাশিয়ার 'রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড' (Russian Direct Investment Fund, RDIF) জানায়, গামালেয়া সেন্টার (Gamaleya Center) এটা দেখিয়ে দিয়েছে (Sputnik V vaccine and the one-shot Sputnik Light booster effective against the Omicron variant, says RDIF) ৷
একটি বিবৃতিতে আরডিআইএফ জানিয়েছে, স্পুটনিক লাইট হেটেরোলোগাস বুস্টিং ডোজ (Heterologous boosting) ৷ এর মধ্যে যে দ্রবণ রয়েছে, তা অন্য ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করে এবং অন্য ভ্যারিয়্যান্টগুলোর বিরুদ্ধে অনেক বেশি কার্যকরী ৷ এর সুরক্ষাও দীর্ঘ সময় ধরে থেকে যায় ৷ স্পুটনিক লাইট বুস্টার ডোজ উল্লেখযোগ্যভাবে ওমিক্রনের কাজ করার ক্ষমতাকে প্রশমিত করে ৷ পুনরায় ভ্যাকসিন নেওয়ার 2-3 মাস পরেও তা বজায় থাকে ৷ এটা বিশ্বজনীন বুস্টার ৷ এর মধ্য তুলনায় শক্তিশালী অ্যান্টিবডি থাকে ৷