নয়াদিল্লি, 28 এপ্রিল: করোনা পরিস্থিতির মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে ভারতকে সাহায্য করার কথা জানাল দক্ষিণ কোরিয়া ৷ এছাড়াও কোভিডের টেস্টিং কিট এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসার সামগ্রী পাঠানোর কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার ৷
বুধবার সে দেশের তরফে ভারতকে এই সাহায্যে কথা জানানো হলেও কতটা পরিমাণ সাহায্য করা হবে তা জানানো হয়নি ৷ তবে মুন জে-ইন সরকারের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সাহায্যের পরিমাণ 'যথেষ্ট' থাকবে ৷