পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে ভারতকে সাহায্যের আশ্বাস দক্ষিণ কোরিয়ার

করোনা পরিস্থিতিতে ফ্রান্স, ইইউ, জার্মানির পর এবার দক্ষিণ কোরিয়ার তরফে ভারতের পাশে দাঁড়ানোর আশ্বাস মিলল ৷ বুধবার দক্ষিণ কোরিয়ার বিদেশ মন্ত্রকের তরফে অক্সিজেন কনসেন্ট্রেটর, টেস্টিং কিট এবং অন্যান্য চিকিৎসার সামগ্রী পাঠিয়ে সাহায্যের কথা জানানো হয়েছে ৷

ভারতকে সাহায্যের আশ্বাস দক্ষিণ কোরিয়ার ৷
ভারতকে সাহায্যের আশ্বাস দক্ষিণ কোরিয়ার ৷

By

Published : Apr 28, 2021, 4:18 PM IST

নয়াদিল্লি, 28 এপ্রিল: করোনা পরিস্থিতির মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে ভারতকে সাহায্য করার কথা জানাল দক্ষিণ কোরিয়া ৷ এছাড়াও কোভিডের টেস্টিং কিট এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসার সামগ্রী পাঠানোর কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার ৷

বুধবার সে দেশের তরফে ভারতকে এই সাহায্যে কথা জানানো হলেও কতটা পরিমাণ সাহায্য করা হবে তা জানানো হয়নি ৷ তবে মুন জে-ইন সরকারের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সাহায্যের পরিমাণ 'যথেষ্ট' থাকবে ৷

এদিন স্বাস্থ্যমন্ত্রী ইয়ুন টায়েহো জানিয়েছেন, ভারতে আটকে পড়া কোরিয়ানদের দেশে ফেরানোর জন্য বিমান চলাচলের অনুমতি দেবে দক্ষিণ কোরিয়া সরকার ৷ দেশে ফেরানোর পর তাঁদের তিনবার করে করোনার টেস্ট করা হবে ৷ এই টেস্ট চলাকালীন তাঁরে কোয়ারানটাইনে রাখা হবে ৷

আরও পড়ুন: টিকার জন্য আজ থেকে শুরু নাম নথিভুক্তকরণ, কীভাবে করবেন ?

ABOUT THE AUTHOR

...view details