সিওল, 17 মার্চ : দক্ষিণ আফ্রিকা, ভারত সামলেছে, কিন্তু দক্ষিণ কোরিয়া ওমিক্রন ঢেউয়ে বিপর্যস্ত ৷ দেশে দৈনিক করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে ৷ সঙ্গে দোসর ওমিক্রন ভ্যারিয়্যান্ট (South Korea sees record surge in daily Corona infeciton) ৷
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 6 লক্ষেরও বেশি নাগরিক ৷ এই সংখ্যা দেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ কোরিয়া ডিজ়িজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি-র প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 17 মার্চ দেশে 6 লক্ষ 21 হাজার 328 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷ মারা গিয়েছেন 429 জন ৷ একদিনে 55 শতাংশ বেড়েছে সংক্রমণ ৷
কেডিসিএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার মোট করোনা সংক্রমণ 82 লক্ষ 50 হাজার 592 ৷ তবে দেশের স্বাস্থ্য মন্ত্রক যে হিসেব দিচ্ছে, আসল সংক্রমণের সংখ্যা তার তুলনায় অনেক বেশি বলে মনে করা হচ্ছে ৷ আর এই সংক্রমণ আঞ্চলিক ৷