পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কিম প্রকাশ্য়ে আসার 24 ঘণ্টার মধ্যে দুই কোরিয়ার সীমান্তে গুলির লড়াই

দক্ষিণ কোরিয়ার সেনার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । সেখানে উল্লেখ করা হয়, উত্তর কোরিয়ার সেনারা সেওলের গার্ড পোস্টকে লক্ষ্য করে একাধিক গুলি চালাতে থাকে । এরপর দক্ষিণ কোরিয়াও দুই রাউন্ড গুলি চালায় ।

south korea
south korea

By

Published : May 3, 2020, 12:29 PM IST

সেওল, 3 মে : উত্তর এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তে সেনাদের মধ্যে চলল গুলির লড়াই । সেওলের সেনার তরফে জানানো হয়েছে, প্রথম আক্রমণ করে উত্তর কোরিয়ার সেনারাই । দক্ষিণ কোরিয়ার এক গার্ডপোস্টকে লক্ষ্য করে গুলি চালায় তারা । কোনও হতাহতের খবর নেই ।

দক্ষিণ কোরিয়ার সেনার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় । সেখানে উল্লেখ করা হয়, উত্তর কোরিয়ার সেনারা সেওলের গার্ড পোস্টকে লক্ষ্য করে একাধিক গুলি চালাতে থাকে । এরপর দক্ষিণ কোরিয়াও দুই রাউন্ড গুলি চালায় ।

দক্ষিণ কোরিয়ায় কোনও সেনার মৃত্যু হয়নি । উত্তর কোরিয়ার কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । কোরিয়ান সেন্ট্রাল নিউজ় এজেন্সির তরফে এমন কোনও খবর প্রকাশ করা হয়নি ।

20দিন অনুপস্থিতির পর শুক্রবার আবার জনসম্মুখে আসেন উত্তর কোরিয়া শাসক কিম জং উন । এরপরই দুইদিন পর আজ সীমান্তে গুলি চালায় উত্তর কোরিয়া সেনারা ।

ABOUT THE AUTHOR

...view details