পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বছর শেষে ফের কোরোনা সংক্রমণের আশঙ্কা, মোকাবিলার প্রস্তুতি দক্ষিণ কোরিয়ার - কোরোনা মোকাবিলায় বিশ্ব

দ্বিতীয়বার কোরোনা সংক্রমণ হলে তা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া । চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম সরবরাহ ও বিভিন্ন সুযোগসুবিধা প্রস্তুত রাখা হচ্ছে ৷

প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়া
প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়া

By

Published : Apr 23, 2020, 5:48 PM IST

Updated : Apr 23, 2020, 6:30 PM IST

সিওল, 23 এপ্রিল : এবছরের শেষে দ্বিতীয়বার কোরোনার সংক্রমণ ছড়াতে পারে ৷ এর জন্য নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত দক্ষিণ কোরিয়া ৷ আজ ওই দেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে একথা জানানো হয় ৷

কেন্দ্রীয় বিপর্যয় ব্যবস্থাপনার সদর দপ্তরের এক আধিকারিক ইউন তাই-হো এক বিবৃতিতে জানান, দ্বিতীয়বার কোরোনা সংক্রমণ মোকাবিলায় চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম সরবরাহ ও বিভিন্ন সুযোগসুবিধা প্রস্তুত করা হচ্ছে ৷ ইউন আরও বলেন, ফ্লু মরশুমের পাশাপাশি একসঙ্গে আবার ছড়াতে পারে কোরোনা ভাইরাস ৷ দক্ষিণ কোরিয়ায় কোরোনার এপিসেন্টার দায়েগুতে দ্বিতীয়বারের সংক্রমণে আরও বেশি ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

দক্ষিণ কোরিয়ায় কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে প্রচার ও বেশি পরিমাণে কোয়ারান্টাইনের ব্যবস্থা কোরোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেছে ৷ ওই দেশে নতুন করে আটজনের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গিয়েছে ৷ রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার 702 ৷ 29 ফেব্রুয়ারি এই দেশে 909 জন কোরোনায় আক্রান্ত হয়েছিল ৷ সেখান থেকে নতুন করে আক্রান্তের সংখ্যা অনেক পরিমাণে কমে গিয়েছে ৷

20 জানুয়ারি দক্ষিণ কোরিয়ায় প্রথম কোরোনা সংক্রমণ হয় বলে জানা গিয়েছে ৷ নতুন যে আটজনের শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে চারজন বাইরে থেকে ওই দেশে এসেছেন ৷ দক্ষিণ কোরিয়ায় কোরোনায় মৃতের সংখ্যা 240 ৷

Last Updated : Apr 23, 2020, 6:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details