দিল্লি, 1 জুন : সিকিম সেক্টরের নাকু লা পাসের কাছে সম্প্রতি ভারতীয় সেনার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান চিনা সেনা । অল্পবিস্তর হাতাহাতিও হয় । জখম হন দুইপক্ষের কমপক্ষে 150 জন । এরপর থেকেই সীমান্তে সেনার সংখ্যা বাড়াতে থাকে দুই পক্ষই । আর এটাকে কেন্দ্র করেই চিনা দ্রব্য বয়কটের ডাক দেয় সোশাল মিডিয়া । সোশাল মিডিয়া ছেয়ে গেছে #boycottchinaproduct, #boycottmadeinindia-র মতো একাধিক চিন বিরোধী হ্যাশট্যাগে । চিনের বিরুদ্ধে সোশাল মিডিয়ার এই যুদ্ধের সেনায় সাধারণ নাগরিকদের সঙ্গে নাম আছে মিলন্দ সোমান থেকে শুরু করে সোনাম ওয়াংচুকের মতো পরিচিত ব্যক্তিদেরও ।
সোনাম ওয়াংচুক । তাঁর কাজের দ্বারা অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছিল জনপ্রিয় ছবি "থ্রি ইডিয়টস ।" কিছু দিন আগে তিনি ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করেন । সীমান্তে ভারত-চিন সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি । তারপরেই দেশবাসীর কাছে চিনা দ্রব্য বর্জনের অনুরোধ করেন তিনি ।
ওয়াংচুক বলেন, "সীমান্তে উত্তেজনা তৈরির জন্য প্রতিশোধ হিসেবে ভারতবাসীর চিন দ্রব্য বর্জন করা উচিত । যখন সীমান্তে আমাদের সেনা চিনের সঙ্গে লড়াই করছে তখন আমরা চিনা পণ্য কিনছি । আর তার ফলে চিন আরও অর্থ রোজগার করছে । তারপর সেই অর্থই সেনায় ব্যবহার করছে ।"