পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Pakistan earthquake : পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত 20, আহত তিনশোর বেশি মানুষ - বালোচিস্তানে ভূমিকম্প

রাত শেষ হওয়ার আগে কেঁপে উঠল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের পার্বত্য অঞ্চল ৷ ওই অঞ্চলে রয়েছে একের পর এক কয়লাখনি আর মাটির বাড়ি ৷ ভয়ে মানুষ ঘর থেকে বেরিয়ে কোরান পাঠ করতে শুরু করেন ৷ মৃতদের মধ্যে বহু শিশু, মহিলা রয়েছে ৷

পাকিস্তানে ভূমিকম্প
পাকিস্তানে ভূমিকম্প

By

Published : Oct 7, 2021, 10:14 AM IST

Updated : Oct 7, 2021, 1:06 PM IST

করাচি, 7 অক্টোবর : কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে ৷ 300 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন শক্তিশালী ভূমিকম্পে ৷ বৃহস্পতিবার ভোর 3:20 মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের (Pakistan) দক্ষিণ-পশ্চিমে বালুচিস্তান প্রদেশ (Balochistan province) ৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.9 ৷ এই পাহাড়ি অঞ্চলে বহু কয়লা খনি আর মাটির বাড়ি রয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা (Disaster Management) দফতরের আধিকারিকেরা ৷

মার্কিন জিওলজিক্যাল সার্ভে (US Geological Survey) অনুযায়ী, ভূকম্পন কেন্দ্রটি (epicentre) হারনাইয়ের (Harnai) থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত ৷ প্রাদেশিক বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (The Provincial Disaster Management Authority, PDMA) জানিয়েছে বহু শিশু, মহিলার মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে ৷

আরও পড়ুন :Mexico earthquake : শক্তিশালী ভূমিকম্প অ্যাকাপুলকোতে, কাঁপল মেক্সিকো সিটিও

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বালুচিস্তানের কোয়েতা (Quetta), সিবি (Sibi), হারনাই (Harnai), পিশিন (Pishin), কিলা (Qila), সইফুল্লা (Saifullah), চমন (Chaman), জিয়ারত (Ziarat) এবং জোহব (Zhob) অঞ্চলগুলির ব্যাপক ক্ষতি হয়েছে ৷ ভূমিকম্পের পর আতঙ্কিত মানুষের রাস্তায় বেরিয়ে আসার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ মানুষ ভয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে কোরান (Quran) পাঠ করতে শুরু করেন ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রাণকার্য শুরু হয়ে গিয়েছে ৷ সব হাসপাতালকে বিপর্যয় মোকাবিলায় তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

হারনাইয়ের ডেপুটি কমিশনার সোহেল আনওয়াল হাশমি (Sohail Anwar Hashmi) জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এই অঞ্চলে প্রায় 70টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ বিপর্যস্ত অঞ্চলজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে ৷

Last Updated : Oct 7, 2021, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details