কাবুল, 19 অগস্ট : আবারও রক্তের হোলি আফগানিস্তানে (Afghanistan) ৷ সে দেশের 102তম স্বাধীনতা দিবস (102nd Independence Day) উপলক্ষে জাতীয় পতাকা হাতে মিছিলে বেরনো বিক্ষোভকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল তালিবানরা (Taliban)৷ বৃহস্পতিবার কুনার প্রদেশের (Kunar Province) রাজধানী আসাদাবাদের (Asadabad) এই ঘটনায় বেশ কয়েজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ একই ঘটনার সাক্ষী থেকেছে কাবুল (Kabul)-সহ বেশ কয়েকটি আফগান শহর ৷
দিন তিনেক আগে নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদেও (Jalalabad) একই ঘটনা ঘটেছিল ৷ সেখানেও তিনজন বিক্ষোভকারীকে গুলি করে খুন করেছিল তালিবান ৷ সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আজ ৷ ‘বিশ্বের উদ্ধত শক্তি’ আমেরিকাকে পরাজিত করেছে বলে দাবি করে স্বাধীনতা দিবস পালন করে তালিবান ৷
আরও পড়ুন:Taliban : প্রাক্তন প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে বৈঠক তালিবান কমান্ডারের
তবে আফগানিস্তানের শহরগুলির রাস্তায় হাতে লাল সবুজ জাতীয় পতাকা নিয়ে আজ মিছিল করেন বহু আফগান নাগরিক ৷ পুরুষদের পাশাপাশি বহু সংখ্যায় মহিলাকেও দেখা গিয়েছে সেই মিছিলে ৷ তাঁদের মুখে স্লোগান ছিল, "আমাদের পতাকা, আমাদের অস্তিত্ব ৷" 1919 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার দিনটি পালিত হচ্ছিল আফগানিস্তানে ৷ বিক্ষোভকারীদের লক্ষ করে গুলি চালায় তালিবান ৷ এর জেরে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটে ৷ মৃত্যু হয় বেশ কয়েকজনের ৷