কাবুল, 13 নভেম্বর : ফের জঙ্গি হামলা কাবুলে ৷ এবার গাড়ি বোমা বিস্ফোরণ ৷ যার জেরে মৃত্যু হয়েছে সাতজনের ৷ জখম আরও সাত ৷ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ প্রশাসনিক সূত্রে খবর, স্থানীয় সময় আজ সকাল 7 টা 25 মিনিট নাগাদ কাবুলের পুলিশ জেলা 15-র কাসাবা অঞ্চলে বিস্ফোরণটি হয় ৷ আফগানিস্তান মন্ত্রিসভার মুখপাত্র নসরত রহিমি এই বিস্ফোরণের তথ্য সামনে এনেছেন ৷
কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণ, মৃত 7 - কাবুলের সাম্প্রতিক খবর
কাবুলে বিস্ফোরণে মৃত্য হল 7 জনের ৷ জখম আরও 7 ৷ স্থানীয় সময় সকাল 7 টা 25 মিনিট নাগাদ কাবুলের পুলিশ জেলা 15-র কাসাবা অঞ্চলে বিস্ফোরণটি হয় ৷
ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ কাবুলে, মৃত 7
নসরত রহিমি জানিয়েছেন, জখমদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ বিস্ফোরণে একাধিক গাড়ির ক্ষতি হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি ৷